বেগমগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও খাল দখলমুক্ত অভিযানে প্রশংসিত ইউএনও আরিফুর রহমান

রিপন মজুমদার, জেলা প্রতিনিধি, নোয়াখালীঃ
Aug 5, 2025 - 09:20
 0  7
বেগমগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও খাল দখলমুক্ত অভিযানে প্রশংসিত ইউএনও আরিফুর রহমান

নোয়াখালীর বেগমগঞ্জে জলাবদ্ধতা নিরসন ও সরকারি খাল দখলমুক্ত করার উদ্যোগে প্রশংসার জোয়ারে ভাসছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আরিফুর রহমান।

উপজেলার বিভিন্ন পানি নিষ্কাশনের খাল দীর্ঘদিন ধরে প্রভাবশালীদের অবৈধ দখলে ছিল। এর ফলে সামান্য বৃষ্টিতেই এলাকাজুড়ে সৃষ্টি হতো জলাবদ্ধতা। পরিস্থিতি মোকাবিলায় দায়িত্ব নেওয়ার পর থেকেই তিনি খাল দখলমুক্ত ও পানি নিষ্কাশনের ব্যবস্থা উন্নত করার উদ্যোগ নেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দায়িত্ব গ্রহণের পর থেকেই ইউএনও আরিফুর রহমান বেগমগঞ্জ উপজেলা ও পৌরসভাকে নান্দনিক ও বাসযোগ্য করে গড়ে তুলতে কাজ করে যাচ্ছেন। তিনি পরিশ্রমী, সৎ ও জনবান্ধব কর্মকর্তা হিসেবে সবার কাছে পরিচিতি পেয়েছেন। সরকারি অফিস সময় শেষ হলেও রাত ১০টা পর্যন্ত অফিসে অবস্থান করে জনগণের সেবা দিয়ে থাকেন তিনি।

২০২৪ সালে নোয়াখালী, ফেনী, লক্ষ্মীপুরসহ আশপাশের জেলাগুলোতে ভয়াবহ বন্যায় মানুষ চরম ভোগান্তিতে পড়ে। ২০২৫ সালেও টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে একই অবস্থা দেখা দেয়। বিশেষজ্ঞদের মতে, সরকারি খাল দখল ও ভরাট করায় পানি প্রবাহ ব্যাহত হচ্ছে, যা জলাবদ্ধতার মূল কারণ।

স্থানীয়দের দাবির মুখে চৌমুহনী পৌরসভার খালগুলো দখলমুক্ত ও পরিষ্কারের উদ্যোগ নেয় উপজেলা প্রশাসন। ইউএনও আরিফুর রহমানের নেতৃত্বে সেনাবাহিনী ও বেগমগঞ্জ মডেল থানা পুলিশের সহযোগিতায় শুরু হয় দখলমুক্ত অভিযান। ইতোমধ্যে চৌমুহনী বাজার গোলাবাড়িয়া খাল, টক্কার পোলসহ বেশ কিছু গুরুত্বপূর্ণ খাল দখলমুক্ত করা হয়েছে।

ইউএনও আরিফুর রহমান গণমাধ্যমকে বলেন, “সরকারি জায়গা দখলমুক্ত করতে আমরা কঠোর অবস্থানে আছি। পর্যায়ক্রমে সব খাল দখলমুক্ত করে পানি নিষ্কাশনের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow