বিস্ফোরক মামলার পলাতক আসামি আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য গ্রেপ্তার

পিরোজপুরের ইন্দুরকানীতে বিস্ফোরক মামলার পলাতক আসামি, উপজেলা আওয়ামী লীগ নেতা ও ইউপি সদস্য মিজানুর রহমান (মিজান) হাওলাদারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (৪ আগস্ট) সন্ধ্যায় পিরোজপুর জেলা কারাগারের সামনের সড়কে দাঁড়িয়ে থাকা দোলা পরিবহন থেকে তাকে আটক করা হয় বলে থানা সূত্রে জানা গেছে। গ্রেপ্তার মিজানুর রহমান উপজেলার ৫নং চণ্ডিপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ৭নং মধ্য কলারন ওয়ার্ডের ইউপি সদস্য। এর আগে তিনি বৃহত্তর বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি ছিলেন।
থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়—বিস্ফোরক মামলার আসামি মিজানুর রহমান দোলা পরিবহনে পিরোজপুর থেকে ঢাকায় যাচ্ছিলেন। এ তথ্যের ভিত্তিতে পিরোজপুর সদর থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ইন্দুরকানী থানায় দুটি বিস্ফোরক মামলা এবং মেজর (অব.) ব্যারিস্টার সরোয়ার হোসেনের গাড়ি ভাঙচুরের মামলায় এজাহারভুক্ত আসামি হিসেবে মামলা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। পিরোজপুর জেলা আওয়ামী লীগের সভাপতি একেএমএ আউয়ালের ঘনিষ্ঠ সহযোগী হিসেবে এলাকায় তার ব্যাপক প্রভাব ছিল। রাজনৈতিক প্রভাব খাটিয়ে এলাকায় প্রভাব বিস্তার ও নানা অনিয়মের অভিযোগে একাধিকবার হামলার শিকার হন তিনি। ৫ আগস্টের পর বিক্ষুব্ধ জনতা তার বাড়িতে অগ্নিসংযোগ করে এবং পিটিয়ে ও কুপিয়ে গুরুতর আহত করলে তিনি প্রাণে বেঁচে যান। এরপর থেকেই পুলিশ ও এলাকাবাসীর ভয়ে তিনি পলাতক ছিলেন।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ হোসেন জানান, বিস্ফোরক মামলাসহ একাধিক মামলার আসামি মিজানুর রহমানকে গোপন সংবাদের ভিত্তিতে গ্রেপ্তার করে থানায় আনা হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।
What's Your Reaction?






