পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার

জালিস মাহমুদ, স্টাফ রিপোর্টার, পিরোজপুরঃ
Dec 25, 2025 - 16:42
 0  2
পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার
ছবি: দৈনিক খোলাচোখ

পিরোজপুর জেলা ছাত্রদলের কমিটির ওপর স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বিকেলে দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির এ সিদ্ধান্ত আজ অনুমোদন করেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, পিরোজপুর জেলা শাখা ছাত্রদলের ঘোষিত কমিটির কার্যক্রম গত ৩ সেপ্টেম্বর, ২০২৫ তারিখে স্থগিত ঘোষণা করা হয়েছিল। তবে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক গতিশীলতা ও ধারাবাহিকতা অব্যাহত রাখার স্বার্থে উক্ত ইউনিটের কার্যক্রমের স্থগিতাদেশ প্রত্যাহার করা হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow