তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

অনলাইন ডেস্কঃ
Dec 25, 2025 - 16:28
 0  4
তারেক রহমানের প্রত্যাবর্তনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে ইতিবাচক প্রভাব ফেলবে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। তিনি বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মাধ্যমে দেশে বিদ্যমান একটি রাজনৈতিক শূন্যতা পূরণ হবে।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বড়দিন উপলক্ষে খ্রিস্টধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়কালে রাজধানীর তেজগাঁওয়ের পবিত্র জপমালা রানী গির্জায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

তারেক রহমানকে স্বাগত জানিয়ে শফিকুল আলম বলেন, বিএনপি বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল এবং তারেক রহমান সেই দলের প্রধান নেতা। তার দেশে ফেরা নিঃসন্দেহে রাজনৈতিকভাবে একটি অত্যন্ত ইতিবাচক ঘটনা। তিনি আরও বলেন, বাস্তবতার নিরিখে তারেক রহমানের দীর্ঘ অনুপস্থিতিতে দেশের রাজনীতিতে যে শূন্যতা তৈরি হয়েছিল, তার প্রত্যাবর্তনে সেটি অনেকটাই পূরণ হবে।

আগামী দিনে একটি বড় জাতীয় নির্বাচনের প্রসঙ্গ তুলে ধরে প্রেস সচিব বলেন, বাংলাদেশ বর্তমানে একটি গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে যাচ্ছে। এই সময়ে তারেক রহমানের দেশে ফেরা গণতান্ত্রিক প্রক্রিয়াকে আরও মসৃণ ও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

তারেক রহমানের নিরাপত্তা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে শফিকুল আলম বলেন, তার নিরাপত্তা ব্যবস্থাপনার দায়িত্ব বিএনপি নিজেই দেখছে। তবে এ ক্ষেত্রে বিএনপি সরকারের কাছে যে ধরনের সহযোগিতা চেয়েছে, সরকার সব ধরনের প্রয়োজনীয় সহায়তা প্রদান করছে বলে তিনি জানান।

প্রেস সচিবের এই বক্তব্যকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow