দেশে প্রত্যাবর্তনের মুহূর্তে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের

অনলাইন ডেস্কঃ
Dec 25, 2025 - 15:55
 0  4
দেশে প্রত্যাবর্তনের মুহূর্তে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ তারেক রহমানের
ছবি : সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লাল–সবুজ রঙের বাসে করে ঢাকার ৩০০ ফিট এলাকায় নির্মিত গণসংবর্ধনা মঞ্চের উদ্দেশে যাত্রা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রিয় নেতার আগমনকে ঘিরে বিমানবন্দর থেকে ৩০০ ফিট পর্যন্ত সড়কের দু’পাশে ভিড় করেছেন অগণিত নেতাকর্মী ও সমর্থক। বাসের সামনে ও পাশে দাঁড়িয়ে হাত নেড়ে তিনি নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে শুভেচ্ছা জানান।

এই ঐতিহাসিক প্রত্যাবর্তনের মুহূর্তে মহান সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তারেক রহমান নিজের ফেসবুক পোস্টে লেখেন—
“হে সার্বভৌম শক্তির মালিক আল্লাহ্‌! আপনি যাকে ইচ্ছা ক্ষমতা প্রদান করেন এবং যার থেকে ইচ্ছা ক্ষমতা কেড়ে নেন; যাকে ইচ্ছা আপনি সম্মানিত করেন আর যাকে ইচ্ছা আপনি হীন করেন। কল্যাণ আপনারই হাতে। নিশ্চয়ই আপনি সবকিছুর ওপর ক্ষমতাবান।”

লন্ডনে দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফেরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে তাকে বহনকারী বিমানটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।

দেশে ফিরে বিমানবন্দর থেকে বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ে অভিমুখে রওনা হন তারেক রহমান। বিমানবন্দর থেকে ঢাকার জুলাই ৩৬ এক্সপ্রেসওয়েতে দলের আয়োজিত গণসংবর্ধনা সমাবেশে তিনি উপস্থিত হয়ে নেতাকর্মীদের উদ্দেশে ভাষণ দেওয়ার কথা রয়েছে।

গণসংবর্ধনা শেষে তিনি চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখান থেকে পরে তার গুলশানের বাসভবনে ফেরার কর্মসূচি রয়েছে।

দীর্ঘ প্রতীক্ষার অবসানে তারেক রহমানের দেশে ফেরা ঘিরে বিএনপি নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow