শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে ব্যস্ত সময় পার করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই ধারাবাহিকতায় আজ শনিবার (শনিবারের তারিখ বসবে) সকালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম শহীদ শরিফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন।
আজ সকাল ১১টার কিছু পরে তারেক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধের পাশে অবস্থিত শরিফ ওসমান হাদির কবরে পৌঁছান। সেখানে তিনি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর তিনি পবিত্র ফাতেহা পাঠ করেন এবং শরিফ ওসমান হাদিসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় মহান আল্লাহর দরবারে হাত তুলে বিশেষ মোনাজাত করেন। একই সময়ে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরেও ফুল দিয়ে শ্রদ্ধা জানান।
এর আগে সকাল ১০টা ৪০ মিনিটে গুলশানের বাসভবন থেকে একটি সাদা রঙের সুসজ্জিত গাড়িতে করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্দেশে রওনা হন তারেক রহমান। গত দুই দিনের মতো আজ তিনি লাল-সবুজ বাসের পরিবর্তে সাদা গাড়ি ব্যবহার করেন। যাত্রাপথে রাস্তার দুপাশে বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মী অবস্থান নিয়ে তাঁকে শুভেচ্ছা জানান।
কবর জিয়ারতের সময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ দলের শীর্ষ নেতারা তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সাদা দলের আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ওবায়দুল ইসলাম এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ডা. লুৎফর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন।
তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের নিরাপত্তা বেষ্টনী (ব্যারিকেড) তৈরি করা হয় এবং শাহবাগ এলাকাতেও পুলিশের কড়া নজরদারি লক্ষ্য করা গেছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আগমনের অপেক্ষায় সকাল থেকেই রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান শিপনের নেতৃত্বে সংগঠনের নেতাকর্মীরা।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার দীর্ঘ প্রবাস জীবন শেষে লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। তাঁর স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকাসহ সারা দেশে দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ