ম্যাচ শুরুর আগেই হৃদরোগে প্রাণ হারালেন ঢাকার সহকারী কোচ জাকি

খেলা ডেস্কঃ
Dec 27, 2025 - 15:29
 0  3
ম্যাচ শুরুর আগেই হৃদরোগে প্রাণ হারালেন ঢাকার সহকারী কোচ জাকি
ছবি : সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দ্বাদশ আসরের জাঁকজমকপূর্ণ আবহে হঠাৎ বিষাদের সুর। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচ শুরুর ঠিক আগ মুহূর্তে হৃদরোগে আক্রান্ত হয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ ও ঘরোয়া ক্রিকেটের পরিচিত মুখ মাহবুব আলী জাকি।

শনিবার (২৭ ডিসেম্বর) রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামার প্রস্তুতি নিচ্ছিল ঢাকা। ম্যাচ শুরুর আনুমানিক ২০ মিনিট আগের ঘটনা। দুই দলের খেলোয়াড় ও কোচিং স্টাফরা যখন ড্রেসিংরুমের সামনে ওয়ার্ম আপে ব্যস্ত, ঠিক তখনই ঘটে এই মর্মান্তিক ঘটনা। আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন মাহবুব আলী জাকি। পরিস্থিতি আঁচ করতে পেরে সতীর্থ ও স্টাফরা দ্রুত তাকে ঘিরে ধরেন এবং তাৎক্ষণিকভাবে সিপিআর (CPR) প্রদান করেন।

কালবিলম্ব না করে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে সিলেটের আল হারামাইন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঢাকা ক্যাপিটালস কর্তৃপক্ষ এক বিবৃতিতে জানায়, আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়েছিল। চিকিৎসকরা তাকে বাঁচাতে সর্বোচ্চ চেষ্টা চালালেও শেষরক্ষা হয়নি। সব চেষ্টা ব্যর্থ করে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি। চিকিৎসকদের প্রাথমিক ধারণা অনুযায়ী, তিনি তীব্র হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন।

চোখের সামনে ঘটে যাওয়া এমন হৃদয়বিদারক ঘটনায় গোটা স্টেডিয়ামে নেমে আসে পিনপতন নীরবতা। খেলার উৎসব মুহূর্তেই রূপ নেয় গভীর শোকে। দেশের ঘরোয়া ক্রিকেটে দীর্ঘদিন ধরে কোচিং পেশার সঙ্গে যুক্ত থাকা মাহবুব আলী জাকির এমন আকস্মিক মৃত্যুতে স্তম্ভিত সতীর্থ, খেলোয়াড় ও ক্রিকেট সংশ্লিষ্টরা। তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে ক্রিকেট অঙ্গন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow