গোপনে মনোনয়নপত্র কিনলেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ
রাজধানীর ঢাকা-১০ আসনে নির্বাচনের ঘোষণা দিয়ে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন অন্তর্বর্তী সরকারের সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তবে এর মাঝেই জানা গেল নতুন খবর—নিজ জন্মস্থান কুমিল্লা-৩ (মুরাদনগর) আসন থেকেও নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন তিনি। অনেকটা গোপনেই গত বুধবার তার পক্ষে এই আসনের মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) কুমিল্লা জেলা প্রশাসক কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মো. সাহেব আলী সমকালকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, গত বুধবার (২৪ ডিসেম্বর) আসিফ মাহমুদের পক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেন কুমিল্লা সদর উপজেলার দক্ষিণ রসুলপুর এলাকার এনসিপি কর্মী রমজানুল করিম। মনোনয়নপত্রে আসিফ মাহমুদের স্থায়ী ঠিকানা হিসেবে মুরাদনগর উপজেলার আকবপুর এবং বর্তমান ঠিকানা হিসেবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের নিউ মার্কেট এলাকার কথা উল্লেখ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে এনসিপির মুরাদনগর উপজেলার প্রধান সমন্বয়কারী মিনহাজুল হক বলেন, ‘আসিফ মাহমুদ নিজেই আমাদের কাছে জাতীয় পরিচয়পত্র পাঠিয়েছিলেন। সেই অনুযায়ী জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। আমরা আশাবাদী, তিনি মুরাদনগর থেকেই নির্বাচন করবেন।’
ঢাকা-১০ আসনে প্রচারণার মধ্যে হঠাৎ মুরাদনগরে মনোনয়নপত্র কেনা প্রসঙ্গে তিনি বলেন, ‘জোট বা নির্বাচন নিয়ে সামনে নাটকীয় কোনো সিদ্ধান্ত আসতে পারে। তাই কৌশলগত কারণে একাধিক স্থানে মনোনয়নপত্র কেনা হয়েছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে, হাতে এখনো সময় আছে।’
এর আগে, গত ১০ ডিসেম্বর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করে ঢাকা-১০ আসন থেকে নির্বাচনের ঘোষণা দেন আসিফ মাহমুদ। ওই আসনে ভোটার হওয়ার পাশাপাশি তিনি নিয়মিত প্রচারণাও চালাচ্ছেন। তবে মুরাদনগরে নির্বাচন করার বিষয়ে তার সরাসরি কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এ বিষয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ‘যেহেতু প্রার্থী নিজে উপস্থিত হয়ে মনোনয়নপত্র নেননি, তার পক্ষে কর্মীরা নিয়েছেন, তাই বিষয়টি শুরুতে সেভাবে নজরে আসেনি। তাছাড়া গত দুই দিন মনোনয়নপত্র বিক্রি বন্ধ ছিল।’
উল্লেখ্য, শনিবার দুপুর পর্যন্ত কুমিল্লার ১১টি আসনে মোট ১০৬টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে বিএনপিতে সর্বাধিক ২৭টি, জামায়াতে ইসলামী ১১টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ২১টি মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ