শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: সালাহউদ্দিন আহমেদ

অনলাইন ডেস্কঃ
Nov 17, 2025 - 16:32
 0  4
শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের মাধ্যমে ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে: সালাহউদ্দিন আহমেদ

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আদেশ আসায় সন্তোষ প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ।

সোমবার (১৭ নভেম্বর) রায় ঘোষণার পর এক তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, এই রায়ের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠা হয়েছে। তবে তিনি মনে করেন, শেখ হাসিনা যে অপরাধ করেছেন, তার তুলনায় এই শাস্তি যথেষ্ট নয়।

সালাহউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, "এই রায়ে প্রমাণিত হয়েছে, ফ্যাসিস্ট যতোদিনই ক্ষমতায় থাকুক না কেনো, এক সময়ে তাকে আইনের কাঠগড়ায় দাঁড়াতে হয়।" তিনি আরও বলেন, আইনে এর চেয়ে বেশি সাজা না থাকায় আদালত শেখ হাসিনা ও আসাদুজ্জামান কামালের ফাঁসির রায় দিয়েছে। এই রায় ভবিষ্যতের জন্য একটি উদাহরণ হয়ে থাকবে, যাতে ভবিষ্যতে আর কেউ ফ্যাসিস্ট শাসকে পরিণত হতে না পারে।

বিএনপির এই নেতা বলেন, শেখ হাসিনার শাসনামলে দেশে গুম, খুন এবং বৈষম্যের এক ভয়াবহ রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছিল। তার একদলীয় শাসন প্রতিষ্ঠার চেষ্টার কারণে দেশের মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দেশের অগ্রগতি বহু বছর পিছিয়ে গেছে।

সালাহউদ্দিন আহমেদ আশা প্রকাশ করে বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে আরও যেসব মামলা বিচারাধীন রয়েছে, সেগুলোর রায়েও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow