এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা, তারেক রহমানকে সমর্থন

অনলাইন ডেস্কঃ
Dec 25, 2025 - 15:50
 0  3
এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা, তারেক রহমানকে সমর্থন
ছবি : সংগৃহীত

দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে অবশেষে নিজ দেশে ফিরছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ বৃহস্পতিবার বেলা ১১টা ৫০ মিনিটে তাকে বহনকারী বাংলাদেশ বিমানের একটি বিশেষ ফ্লাইট হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। তার এই প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশে উৎসবের আমেজ বিরাজ করছে বিএনপি নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে।

এদিকে, তারেক রহমানের দেশে ফেরার এই বিশেষ দিনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন দলটির কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্যসচিব মীর আরশাদুল হক। একই সঙ্গে তিনি তারেক রহমানের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছেন। জুলাই গণ-অভ্যুত্থানের প্রতিশ্রুতি রক্ষায় এনসিপি ব্যর্থ হয়েছে—এমন অভিযোগ তুলে তিনি এ সিদ্ধান্ত নেন।

বুধবার রাতে নিজের ফেসবুক পোস্টে মীর আরশাদুল হক লিখেছেন, তিনি জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব, নির্বাহী কাউন্সিলের সদস্য, মিডিয়া সেল ও শৃঙ্খলা কমিটির সদস্য, পরিবেশ সেলের প্রধান এবং চট্টগ্রাম মহানগরের প্রধান সমন্বয়কারীসহ দলের সব দায়িত্ব ও পদ থেকে নিজেকে প্রত্যাহার করছেন। একই সঙ্গে চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) সংসদীয় আসনে এনসিপির প্রার্থী হিসেবেও তিনি আর নির্বাচন করবেন না বলে জানান।

পোস্টে তিনি লেখেন, “আজ একটি বিশেষ দিনে এই ঘোষণা দিচ্ছি—যেদিন দীর্ঘ ১৭ বছরের নির্বাসন শেষে দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। সুস্বাগতম।”

এনসিপির ভবিষ্যৎ ও রাজনৈতিক অবস্থান নিয়ে হতাশা প্রকাশ করে মীর আরশাদুল হক বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রতিশ্রুতি নিয়ে এনসিপির যাত্রা শুরু হয়েছিল, প্রতিষ্ঠার পর থেকে গত ১০ মাসে সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে দলটি পুরোপুরি ব্যর্থ হয়েছে। যে স্বপ্ন ও সম্ভাবনা দেখে তিনি দলে যোগ দিয়েছিলেন, তার কিছুই এখন আর অবশিষ্ট নেই বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও অভিযোগ করেন, দেশে বর্তমানে অস্থিরতা সৃষ্টি, ধর্মকে রাজনৈতিকভাবে ব্যবহার করে সমাজে বিভাজন এবং মহান মুক্তিযুদ্ধকে কেন্দ্র করে বিতর্ক সৃষ্টির প্রবণতা বাড়ছে। একটি গোষ্ঠী নিজেদের স্বার্থসিদ্ধির জন্য দেশকে অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে বলেও তিনি উল্লেখ করেন। তার মতে, এই মুহূর্তে সবচেয়ে জরুরি প্রয়োজন হচ্ছে গণতন্ত্রে উত্তরণ এবং দেশে স্থিতিশীলতা প্রতিষ্ঠা।

নিজের রাজনৈতিক জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে মীর আরশাদুল হক বলেন, দেশের বর্তমান বাস্তবতায় তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ও জোটের সরকার গঠনের কোনো বিকল্প নেই। জুলাই গণ-অভ্যুত্থান পরবর্তী সময়ে তারেক রহমানের বক্তব্য ও কার্যক্রম পর্যালোচনা করে তিনি মনে করেন, এই মুহূর্তে সবাইকে ধারণ করে দেশকে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা তারেক রহমানেরই রয়েছে।

তিনি বলেন, যখন অন্য অনেক দল ধর্ম ও পপুলিজমকে রাজনৈতিক এজেন্ডা হিসেবে ব্যবহার করছে, তখন তারেক রহমান স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশসহ মানুষের দৈনন্দিন জীবনের সঙ্গে সংশ্লিষ্ট বিষয়ে একটি স্পষ্ট ও বাস্তবভিত্তিক ভিশন জাতির সামনে তুলে ধরছেন। তরুণদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, হুজুগ বা পপুলিজমে না ভেসে দেশের ভবিষ্যৎ ও কল্যাণের কথা বিবেচনা করে তারেক রহমানের জনকল্যাণমূলক ভিশন বাস্তবায়নে সবাইকে সহযোগিতা করা উচিত।

শেষে তিনি ব্যক্তিগতভাবে তারেক রহমানের প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে তার বক্তব্য শেষ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow