ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চরভদ্রাসনে ১৬ ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন

আসলাম বেপারি, চরভদ্রাসন প্রতিনিধি, ফরিদপুরঃ
Dec 25, 2025 - 16:54
 0  6
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে চরভদ্রাসনে ১৬ ভোটকেন্দ্র পরিদর্শনে প্রশাসন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় ভোটকেন্দ্রগুলোর সার্বিক প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেছে উপজেলা প্রশাসন। বুধবার ২৪ ডিসেম্বর ২০২৫ দিনব্যাপী উপজেলার মোট ২২টি ভোটকেন্দ্রের মধ্যে ১৬টি ভোটকেন্দ্র সরেজমিনে পরিদর্শন করেন প্রশাসনের কর্মকর্তারা।

পরিদর্শনে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) যায়েদ হোসাইন, উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা, চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন এবং উপজেলা সমাজসেবা অফিসার জাহিদ তালুকদার।

পরিদর্শনকালে কর্মকর্তারা ভোটকেন্দ্রগুলোর অবকাঠামোগত অবস্থা, ভোটগ্রহণ কক্ষের প্রস্তুতি, ভোটারদের প্রবেশ ও বহির্গমন পথ, নিরাপত্তা ব্যবস্থা এবং সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি ঘুরে দেখেন। পাশাপাশি প্রতিবন্ধী, বয়স্ক ও নারী ভোটারদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ নিশ্চিত করতে প্রয়োজনীয় সুবিধা রয়েছে কি না, সে বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হয়।

উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, চরভদ্রাসন উপজেলায় মোট ভোটার সংখ্যা ৬৬ হাজার ৮০৫ জন। এসব ভোটারের ভোটগ্রহণের জন্য উপজেলায় মোট ২২টি ভোটকেন্দ্র স্থাপন করা হচ্ছে।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা জালাল উদ্দিন বলেন, ভোটাররা যেন নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে পারেন, সে লক্ষ্যেই প্রতিটি ভোটকেন্দ্রের প্রস্তুতি খতিয়ে দেখা হচ্ছে। কোথাও কোনো ঘাটতি থাকলে তা দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাচন অফিসার স্বপন সাহা জানান, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সব ধরনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow