দীর্ঘ স্থবিরতা ভেঙে আলফাডাঙ্গা বিএনপিতে নতুন কমিটি

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Oct 24, 2025 - 15:17
Oct 24, 2025 - 15:52
 0  30
দীর্ঘ স্থবিরতা ভেঙে আলফাডাঙ্গা বিএনপিতে নতুন কমিটি

দীর্ঘ স্থবিরতা কাটিয়ে অবশেষে নতুন নেতৃত্ব পেল আলফাডাঙ্গা উপজেলা ও পৌর বিএনপি। বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে ১০১ সদস্যবিশিষ্ট দুটি পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা ও সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।

উপজেলা বিএনপির নবগঠিত কমিটিতে আব্দুল মান্নান মিয়া আব্বাস সভাপতি এবং নুরুজ্জামান খসরু সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন। অপরদিকে পৌর বিএনপির কমিটিতে রবিউল হক রিপন সভাপতি ও মো. হাসিবুল হাসান হাসিব সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

নতুন কমিটিতে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে রাখা হয়েছে ভারসাম্যপূর্ণ প্রতিনিধিত্ব। উপজেলা বিএনপিতে একজন সিনিয়র সহ-সভাপতি, ১১ জন সহ-সভাপতি, একজন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, ৩ জন যুগ্ম সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদকসহ ২৮ জনকে নির্বাহী সদস্য করা হয়েছে।

অন্যদিকে পৌর বিএনপিতে একজন সিনিয়র সহ-সভাপতি, ৭ জন সহ-সভাপতি, ৩ জন যুগ্ম সম্পাদক, একজন সাংগঠনিক সম্পাদকসহ বিভিন্ন সম্পাদকীয় ও নির্বাহী পদে মনোনয়ন দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, ২০২৩ সালের ২৬ জানুয়ারি আহ্বায়ক কমিটি ঘোষণা করা হলেও কেন্দ্রীয় দপ্তরের সিদ্ধান্তে তা স্থগিত করা হয়। এরপর থেকে দীর্ঘ প্রায় দুই বছর আলফাডাঙ্গা বিএনপির সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা দেখা দেয়।

তবে এবার নতুন নেতৃত্ব আসায় তৃণমূল পর্যায়ে ফিরে এসেছে নতুন উদ্যম ও আশার আলো।

উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান মিয়া আব্বাস বলেন,দীর্ঘদিন পর আলফাডাঙ্গা উপজেলা বিএনপি একটি ঐক্যবদ্ধ ও পূর্ণাঙ্গ কমিটি পেল। এই কমিটির নেতৃত্বে আমরা সাংগঠনিকভাবে আরও শক্তিশালী হব এবং তৃণমূল কর্মীদের নিয়ে বিএনপিকে নতুন উচ্চতায় নিয়ে যেতে পারব।

উপজেলা সাধারণ সম্পাদক নুরুজ্জামান খসরু বলেন,
আমরা তৃণমূলের নেতাকর্মীদের সম্মান ও মূল্যায়ন নিশ্চিত করে সংগঠনকে নতুন করে সাজাতে চাই। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব।

পৌর বিএনপির সভাপতি রবিউল হক রিপন বলেন,এই কমিটি হবে ঐক্য, নিষ্ঠা ও গণমানুষের বিশ্বাসের প্রতীক। বিএনপির নীতি-আদর্শে অনুপ্রাণিত থেকে আমরা শহরজুড়ে দলকে আরও সুসংগঠিত ও গতিশীল করব।

পৌর সাধারণ সম্পাদক মো. হাসিবুল হাসান হাসিব বলেন, তরুণ নেতৃত্বের অংশগ্রহণ এই কমিটিতে নতুন প্রাণ সঞ্চার করবে। আমরা জনগণের পাশে থেকে গণতন্ত্র ও ন্যায়ের আন্দোলনে অগ্রণী ভূমিকা রাখতে চাই।

স্থানীয় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জানিয়েছেন, নবগঠিত এই কমিটি আলফাডাঙ্গা ও পৌর এলাকায় দলীয় কর্মকাণ্ডে নতুন গতি আনবে এবং ইউনিয়ন থেকে ওয়ার্ড পর্যায় পর্যন্ত সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow