ফরিদপুরে পেনশনের টাকা ফেরৎ যাওয়ায় বিপাকে ৪৯ অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি

ফরিদপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার মাধ্যমে পেনশনভোগী ৪৯ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারি পেনশনের টাকা ব্যাংক হিসাবে জমা হওয়ার পর পুনরায় ফেরৎ যাওয়ায় চরম বিপাকে পড়েছেন।
ফরিদপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখার ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শেখ আমির খসরু আজ সকালে এ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এটি বাংলাদেশ ব্যাংকের সমস্যা। 'ডাবল এন্ট্রি' হওয়ায় এই জটিলতার সৃষ্টি হয়েছে। তিনি জানান, আগামী দুই-এক দিনের মধ্যেই এ সমস্যার সমাধান হবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এদিকে, এ ঘটনার শিকার হয়েছেন ফরিদপুরের প্রবীণ সাংবাদিক ও সাবেক অধ্যক্ষ প্রফেসর মো. শাহজাহান (৮০)। তিনি জানান, গত ৪ মে তার মুঠোফোনে ব্যাংক থেকে আসা দুটি খুদে বার্তায় তিনি দেখেন, প্রথমে তার ব্যাংক হিসাবে পেনশনের টাকা জমা হয়েছে, পরক্ষণেই সেই টাকা কেটে নেওয়া হয়েছে।
ফরিদপুর সোনালী ব্যাংক কর্পোরেট শাখায় গত ২৩ বছর ধরে পেনশনের টাকা পেয়ে আসছেন মো. শাহজাহান। কিন্তু এবার এমন ঘটনা ঘটায় তিনি চরম শঙ্কিত। পরদিন ব্যাংকে যোগাযোগ করেও তিনি কোনো সদুত্তর পাননি।
ব্যাংক থেকে জানানো হয়েছে, বাংলাদেশ ব্যাংক থেকে ‘ডাবল এন্ট্রি’ সমস্যার কারণে এমনটি হয়েছে। তবে, সামনে পবিত্র ঈদুল আজহা থাকায় এ টাকা না পেলে ভুক্তভোগী অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারিরা চরম বিপাকে পড়বেন বলে আশঙ্কা করছেন ব্যাংক কর্মকর্তারা।
এ বিষয়ে সোনালী ব্যাংকের ফরিদপুর কর্পোরেট শাখা সার্বক্ষণিক বাংলাদেশ ব্যাংকের সঙ্গে যোগাযোগ রক্ষা করছে বলে জানান ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ইনচার্জ) শেখ আমির খসরু।
What's Your Reaction?






