বান্দরবানে কৃষক লীগ নেতার জমি দখল ও হয়রানির প্রতিবাদে মানববন্ধন

বান্দরবান জেলার লামা উপজেলায় কৃষক লীগ নেতা আবু তাহেরের বিরুদ্ধে দলীয় প্রভাব খাটিয়ে জমি দখল ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ তুলে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। সোমবার (১২ মে) বেলা ১১টায় লামা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন শেষে গ্রামবাসীরা লামা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে স্মারকলিপি প্রদান করেন। এতে আবু তাহেরের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে জমি দখল, ভয়ভীতি প্রদর্শন ও জাল দলিল সৃজনের অভিযোগ তোলা হয়।
স্মারকলিপিতে উল্লেখ করা হয়, আবু তাহের তার দলীয় প্রভাব খাটিয়ে বিভিন্ন ব্যক্তির জায়গা-জমি দখলের চেষ্টা চালাচ্ছেন। ভুক্তভোগীদের মধ্যে শাহেনুর বেগম, উম্মে সালমা, উম্মে সাবরিন, মোঃ তৌহিদুল ইসলামসহ আরও অনেকে রয়েছেন। তারা অভিযোগ করেন, তাহের বিভিন্নভাবে প্রতারণার মাধ্যমে তাদের ক্রয়কৃত ও ভোগদখলীয় সম্পত্তি দখল করতে চাচ্ছেন।
এছাড়া, আবু তাহের তার মেয়ে তাওহিয়া সুলতানার নামে ১০৩১ দাগের ২৫ শতক জমি রেকর্ড সংশোধনের মাধ্যমে আত্মসাৎ করার চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ করা হয়েছে।
স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, ফ্যাসিস্ট শাসনের সময়ে আবু তাহেরের প্রভাবে কেউ মুখ খোলার সাহস পেত না। কিন্তু বর্তমান সরকার আসার পরেও তিনি তার কর্মকাণ্ড অব্যাহত রেখেছেন।
ভুক্তভোগীরা আবু তাহেরের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান এবং তাদের জমি-জমা রক্ষার জন্য প্রশাসনের সহযোগিতা কামনা করেন।
What's Your Reaction?






