থানচিতে গণসংহতি আন্দোলনের নির্বাচনী প্রচারণা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Dec 7, 2025 - 22:52
 0  8
থানচিতে গণসংহতি আন্দোলনের নির্বাচনী প্রচারণা

বান্দরবানের দুর্গম থানচি উপজেলায় গণসংহতি আন্দোলনের ৩০০ নং সংসদীয় আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক রিপন চক্রবর্তী প্রথম নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় জোরালো অঙ্গীকার ব্যক্ত করেছেন। রবিবার দুপুরে থানচি উপজেলার মাল্টিপারপাস হলের দ্বিতীয় তলায় আয়োজিত কর্মীসভায় তিনি এসব কথা বলেন।

কর্মীদের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে অধ্যাপক রিপন চক্রবর্তী বলেন,
“পাহাড়ে প্রান্তিক জনগোষ্ঠীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা, সমাজ পরিবর্তন, কৃষক-শ্রমিক-জনতার জীবনমান উন্নয়ন ও বৈষম্যহীন বাংলাদেশ গড়া—এটাই গণসংহতি আন্দোলনের মূল লক্ষ্য।”

তিনি আরও বলেন, “বান্দরবানের মানুষের অধিকার প্রতিষ্ঠা, অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়ন ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই আমার প্রধান প্রতিশ্রুতি। জনগণ যদি আমাকে ‘মার্থাল’ মার্কায় ভোট দেন, তবে এই অঞ্চলের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করব।”

এসময় তিনি পূর্বের আ. লীগ সরকারের বিভিন্ন খুন, গুম, নির্যাতন ও দুঃশাসনের অভিযোগ তুলে ধরে বলেন,
“দেশের বর্তমান সংকট থেকে উত্তরণ ও প্রকৃত পরিবর্তনের জন্য জনগণকে ঐক্যবদ্ধ হতে হবে।”

গণসংহতি আন্দোলনের উপজেলা শাখার আয়োজনে অনুষ্ঠিত কর্মীসভায় সভাপতিত্ব করেন উপজেলা সমন্বয়ক মংসাই মারমা। সভা সঞ্চালনা করেন যুগ্ম সমন্বয়ক সিনয়া ম্রো। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—

অ্যাডভোকেট উবাথোয়াই মারমা, সদস্য, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ও কেন্দ্রীয় কমিটির সদস্য

নুমংপ্রু মারমা, বিশিষ্ট সমাজপতি ও জেএসএস সহযোগী সংগঠন যুব সমিতির সাবেক সভাপতি
এছাড়াও উপজেলা পর্যায়ের বিভিন্ন নেতা-কর্মীরা সভায় অংশ নেন।

এর আগে গণসংহতি আন্দোলনের উপজেলা অফিস উদ্বোধন ও কর্মীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়। কর্মীসভায় আড়াই শতাধিক নেতা-কর্মীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে পুরো অনুষ্ঠান প্রানবন্ত হয়ে ওঠে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow