রুমায় দুর্নীতি বিরোধী বিতর্কে যুক্তির লড়াইয়ে শিক্ষার্থীরা

যুক্তি, তর্ক আর উদ্দীপনায় জমজমাট হয়ে ওঠে বান্দরবানের রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। বৃহস্পতিবার (১৭ জুলাই) বেলা ১১টা ৩০ মিনিটে সেখানে অনুষ্ঠিত হয় মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ের দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা।
দুর্নীতি দমন কমিশনের সহযোগিতায় ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির (দুপ্রক) আয়োজিত প্রথম পর্বের বিষয়ের ছিল — ‘দুর্নীতি বিরোধী মনোভাব সৃষ্টিতে পরিবারের ভূমিকাই মুখ্য।’
পক্ষে ছিল রুমা উপজাতীয় আবাসিক উচ্চ বিদ্যালয় ও বিপক্ষে রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। মডারেটর ছিলেন শিক্ষক মোঃ আব্দুল আজিজ। বিচারক ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সুকান্ত দে ও পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক দেবব্রত বড়ুয়া। বিজয়ী হয় রুমা বাজার আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়। প্রধান বক্তা নির্বাচিত হয় মার্টিনা ত্রিপুরা।
পরবর্তী পর্বে ‘অভাব নয়, কেবলমাত্র সীমাহীন লোভই দুর্নীতির প্রধান কারণ’ শীর্ষক বিতর্কে পক্ষে রুমা সরকারি উচ্চ বিদ্যালয় এবং বিপক্ষে রুমা উচ্চ বিদ্যালয় অংশ নেয়। বিজয়ী হয় রুমা সরকারি উচ্চ বিদ্যালয়। প্রধান বক্তা হয় ফাহিমা তাবাস্সুম।
দুপ্রক সভাপতি মোঃ মোক্তার কামালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চিত্তরঞ্জন চাকমার তত্ত্বাবধানে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
মডারেটর জানান, আগামী ২২ জুলাই চূড়ান্ত পর্বে অংশ নেবে আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয় ও রুমা সরকারি উচ্চ বিদ্যালয়।
What's Your Reaction?






