টিএন্ডটি পাড়ায় বিশুদ্ধ পানি পৌঁছাতেই হাঁসি ফুটল গ্রামবাসীর

বান্দরবানের থানচি উপজেলা সদরের ২ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি পাড়ায় অবশেষে মিলেছে বিশুদ্ধ পানি— হাঁসি ফুটেছে ৬০টি মুসলিম পরিবারের প্রায় ৩০০ সদস্যের মুখে। উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে নতুন জিএসএফ পাইপ কিনে পাইপলাইন সংস্কারের পর বুধবার (১৬ জুলাই) থেকে গ্রামের ট্যাংকিতে পৌঁছাতে শুরু করেছে ঝিরির পানি।
গত ৯ জুন কয়েকটি পত্রিকায় ‘ঝিরির পানির পাইপ কেটে দিয়েছে দুর্বৃত্তরা’ শিরোনামে সংবাদ প্রকাশের পর বিষয়টি নজরে আসে প্রশাসনের। পরে ইউএনও মোহাম্মদ আবদুল্লাহ-আল-ফয়সাল ও জনস্বাস্থ্য অধিদপ্তরের সহকারী প্রকৌশলী স্বপন চাকমার যৌথ উদ্যোগে পাইপলাইন সংস্কার করা হয়।
স্থানীয় বাসিন্দা রোকসানা বেগম বলেন, “ঈদের আগের দিন থেকে প্রায় এক মাস পানি না পেয়ে অনেক কষ্ট করেছি। বাজার থেকে পানি আনতে হতো বা বৃষ্টির পানি সংরক্ষণ করতে হতো। এখন ট্যাংকিতে পানি পেয়ে খুব খুশি।”
পাইপ কেটে দেয়ার ঘটনায় গ্রামে বিবাদ জড়িয়ে পড়ার বিষয়টি স্বীকার করে ইউএনও বলেন, “এখন সবাই সতর্ক এবং ভবিষ্যতে এমন হবে না বলে অঙ্গীকার করেছে।”
জনস্বাস্থ্য বিভাগের নির্বাহী প্রকৌশলী অনুপম কুমার দে জানান, “বারবার সংস্কার করা সম্ভব নয়। গ্রামবাসীদেরই পাইপলাইন সংরক্ষণ করতে হবে।”
২০১৮-১৯ সালে পার্বত্য জেলা পরিষদের অর্থায়নে ঝিরি থেকে গ্রামে তিন কিলোমিটার পাইপের মাধ্যমে পানি সরবরাহের ব্যবস্থা করা হয়েছিল। তবে ঈদের আগের দিন দুর্বৃত্তরা শতাধিক জায়গা থেকে পাইপ কেটে দেয়ায় বন্ধ হয়ে যায় পানি সরবরাহ।
পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এবার জরুরি ভিত্তিতে চট্টগ্রাম থেকে পাইপ এনে কাজ সম্পন্ন করা হয়েছে বলে জানিয়েছেন প্রকৌশলী স্বপন চাকমা।
What's Your Reaction?






