রুমায় আগুনে পুড়ে ছাই এক পুরো পরিবার

শৈহ্লাচিং মার্মা, রুমা (বান্দরবান) প্রতিনিধি
Nov 10, 2025 - 13:55
 0  2
রুমায় আগুনে পুড়ে ছাই এক পুরো পরিবার

সোমবার সকাল ৭টার দিকে বান্দরবানের রুমা সদর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের ক্যম্বওয়া পাড়ায় এক পরিবারের সব সয়-সম্পত্তি আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রধান উচহ্লা মার্মা জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডে নগদ ১২ লক্ষ টাকা এবং তিন ভড়ি সোনা সহ প্রায় ২৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে।

ক্ষতিগ্রস্ত পরিবার ও পাড়াবাসীরা জানায়, সোমবার সকাল সাড়ে ৫টার দিকে পরিবারের সবাই নিত্যদিনের মতো বাগান ও জুমের কাজের জন্য বের হয়ে যান। এরপর সকাল ৭টার দিকে ঘর থেকে আগুন বের হতে শুরু করে। পাড়াবাসীও তখন তাদের কাজে ব্যস্ত থাকায় কেউই আগুন নেভাতে পারেননি।

উচহ্লা মার্মা বলেন, “খবর পেয়ে ফিরে এসে দেখলাম, ঘর পুড়ে সব শেষ হয়ে গেছে। নগদ অর্থ, সব সয়-সম্পত্তি—সবই ধ্বংস। এখন আমার কাছে শুধু আকাশ ওপরে আর মাটি নিচে, আর কিছুই নেই। আমি কি করব, বুঝতে পারছি না।”

রুমা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অংসিনু মার্মা বলেন, “ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য প্রাথমিকভাবে হাড়ি-পাতিল, চালসহ খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে। পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতার জন্য বিষয়টি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিসে অবহিত করা হয়েছে।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow