থানচিতে ১৬ দিনের কর্মসূচি: ডিজিটাল সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা

অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ
Nov 26, 2025 - 18:41
 0  31
থানচিতে ১৬ দিনের কর্মসূচি: ডিজিটাল সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ প্রচেষ্টা

বান্দরবানের থানচিতে আন্তর্জাতিক ১৬ দিনের কর্মসূচি উদযাপিত হয়েছে ডিজিটাল সহিংসতা প্রতিরোধে গণসচেতনতা তৈরির লক্ষ্যকে সামনে রেখে। “End digital violence against all women and girls—Join the UNITE campaign to stop digital abuse” প্রতিপাদ্যকে ধারণ করে বলিপাড়া নারী কল্যাণ সমিতি (BNKS)-এর উদ্যোগে এবং সেভ দ্য চিলড্রেন বাংলাদেশের সহযোগিতায় ‘সোচ্চার’ প্রকল্পের আওতায় দিনব্যাপী নানা আয়োজন অনুষ্ঠিত হয়।

বুধবার সকালে থানচি বাসস্টেশন থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে বিভিন্ন পাড়া ও গ্রামের গণ্যমান্য ব্যক্তি, নারীরা, যুবসমাজ ও কিশোর-কিশোরীরা অংশ নেন। র‌্যালি শেষে ইউনিয়ন পরিষদ সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি ছিলেন থানচি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অং প্রু স্রো। তিনি বলেন, “অনলাইন হয়রানি, ছবি বা ভিডিও বিকৃতি, ভুয়া আইডি তৈরি, ব্ল্যাকমেইল—এসব অপরাধ দ্রুত বাড়ছে; কিন্তু অনেকে সামাজিক লজ্জা বা ভয়ে অভিযোগ করতে সাহস পান না। ভুক্তভোগীদের পাশে দাঁড়ানোই আমাদের প্রথম দায়িত্ব।”
তিনি আরও বলেন, “সরকার সাইবার ট্রাইব্যুনালসহ বিভিন্ন আইনগত কাঠামো তৈরি করেছে। কিন্তু আইন তখনই কার্যকর হবে, যখন মানুষ অভিযোগ করার পথ জানবে এবং সাহস পাবে। BNKS এ ক্ষেত্রে অত্যন্ত সময়োপযোগী ভূমিকা পালন করছে।”

প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা (অনুপম) বলেন, “পাহাড়ি এলাকার নারী-কিশোরীরা অনলাইনে সবচেয়ে বেশি ঝুঁকির মুখে থাকে। ছবি বিকৃতি বা ব্ল্যাকমেইলের মতো অপরাধ বাড়লেও অভিযোগ কম—কারণ বহু নারী ভয় পায়। তাই কমিউনিটির সচেতন হওয়া অপরিহার্য।”

ইউপি নারী সদস্যা হ্লাহ্লায়ি মারমা বলেন, “ডিজিটাল সহিংসতা শুধু হয়রানি নয়—এটি নারীর মানসিক স্বাস্থ্য, আত্মসম্মান ও ভবিষ্যতের উপর দীর্ঘমেয়াদি প্রভাব ফেলে। পরিবার ও সমাজ পর্যায়ে সচেতনতা তৈরি অত্যন্ত জরুরি।”

BNKS-এর প্রজেক্ট ফোকাল ভাননুনসিয়াম বম বলেন, “১৬ দিনের কর্মসূচির মাধ্যমে আমরা অনলাইন নিরাপত্তা, অভিযোগ রিপোর্টিং, কমিউনিটি সচেতনতা এবং কিশোরীদের সক্ষমতা বৃদ্ধির বিষয়ে কাজ করছি। পাহাড়ি নারী ও কন্যাদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ তৈরিই আমাদের লক্ষ্য।”

বক্তারা আরও বলেন, ডিজিটাল সহিংসতা প্রতিরোধ কেবল আইন প্রয়োগের বিষয় নয়; এটি সামাজিক পরিবর্তনের আন্দোলন। সচেতনতা বৃদ্ধি, প্রযুক্তিগত জ্ঞান অর্জন এবং কমিউনিটির সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই নারীদের জন্য নিরাপদ ডিজিটাল পরিবেশ নিশ্চিত করা সম্ভব।

১৬ দিনের এই কর্মসূচি পাহাড়ি এলাকার নারী ও কিশোরীদের ডিজিটাল নিরাপত্তা সম্পর্কে ইতিবাচক বার্তা দিয়েছে, যা BNKS-এর দীর্ঘদিনের প্রচেষ্টাকে আরও শক্তিশালী করবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow