এনসিপির মনোনয়ন নেবেন জুলাইয়ে স্যালুট দেওয়া রিকশাচালক সুজন
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়নপত্র সংগ্রহ করতে যাচ্ছেন জুলাই অভ্যুত্থানের সময় স্যালুট দিয়ে আলোচনায় আসা রিকশাচালক সুজন।
বৃহস্পতিবার (২০ নভেম্বর) তিনি এনসিপি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করতে পারেন বলে জানা গেছে।
এর আগে দলটি থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন জুলাইয়ে মারাত্মকভাবে আহত খোকন চন্দ্র বর্মণ। খোকন বর্তমানে চিকিৎসার কারণে রাশিয়ায় অবস্থান করছেন।
আজ জাতীয় নাগরিক পার্টি থেকে মনোনয়নপত্র সংগ্রহের শেষ দিন। এনসিপির মুখ্য সমন্বয়ক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, দলটি এ বছর তিন হাজার মনোনয়নপত্র বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে।
দলীয় নেতারা জানিয়েছেন, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ মনোনয়নপত্র সংগ্রহে আগ্রহ দেখাচ্ছেন, যা এনসিপির প্রতি জনগণের আস্থার প্রমাণ।
What's Your Reaction?
অনলাইন ডেস্কঃ