রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০ জনকে জরিমানা

এম নূরউদ্দিন আহমেদ, জেলা প্রতিনিধি, নরসিংদীঃ
Oct 22, 2025 - 16:40
 0  2
রায়পুরায় যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালত, ১০ জনকে জরিমানা

নরসিংদীর রায়পুরা পৌর এলাকার রেলগেইটে দীর্ঘদিন ধরে যানজট সৃষ্টি করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিশেষ অভিযান চালানো হয়েছে। বুধবার (২২ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পৌর শহরের রেলগেইটে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানের সময় রাস্তা দখল করে ব্যবসা পরিচালনা, অবৈধ পার্কিং ও ট্রাফিক আইন লঙ্ঘনের দায়ে ১০ জনকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত মোট ৩ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড আদায় করেছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মুনমুন পাল জানান, রাস্তার পাশের দোকানগুলো সরিয়ে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে এবং অবৈধ পার্কিংয়ের দায়ে সড়ক পরিবহন আইন, ২০১৮ এবং দণ্ডবিধি ১৮৬০ অনুযায়ী ১০টি মামলায় ১০ জনকে জরিমানা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা বলেন, “রেলগেইট এলাকায় দীর্ঘদিন ধরে দোকানপাট ও হকারদের কারণে যানজটের সমস্যা দেখা দিচ্ছিল। সাধারণ মানুষের ভোগান্তি কমাতে নিয়মিতভাবে এ ধরনের অভিযান চালানো হবে।”

অভিযানে রায়পুরা থানা পুলিশ ও ট্রাফিক বিভাগ সহযোগিতা করেছে। প্রশাসনের এই উদ্যোগে স্থানীয় জনগণ সন্তোষ প্রকাশ করেছে এবং বর্তমানে সড়কে স্বাভাবিক চলাচল ফিরে এসেছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow