পিরোজপুর-২ আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে নেছারাবাদে সাংবাদিকদের মতবিনিময়

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Nov 24, 2025 - 21:46
 0  4
পিরোজপুর-২ আসনে বিএনপি প্রার্থীর সঙ্গে নেছারাবাদে সাংবাদিকদের মতবিনিময়

পিরোজপুর-২ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আহম্মেদ সোহেল মনজুর সুমনের সঙ্গে নেছারাবাদ উপজেলার স্থানীয় সাংবাদিকদের মতবিনিময় ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৪ নভেম্বর) দুপুরে নেছারাবাদ ফেরিঘাট রোডে ধানের শীষের প্রধান নির্বাচনী কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে প্রার্থী সোহেল মনজুর সুমন সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনী পরিবেশ, দলীয় প্রস্তুতি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তাঁর অঙ্গীকার তুলে ধরেন।

তিনি বলেন, “পিরোজপুর-২ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা দূর করে উন্নয়ন ও গণতন্ত্র পুনরুদ্ধারের লক্ষ্যে আমি কাজ করতে চাই। জনগণের বিশ্বাসই আমার শক্তি।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও জেলা বিএনপির সাবেক আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন। তিনি বলেন, “দীর্ঘদিন ধরে অবহেলিত এই অঞ্চলের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠায় ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করা সময়ের দাবি।”

স্থানীয় বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা নির্বাচনী পরিবেশ, ভোটার নিরাপত্তা, প্রচারণার চ্যালেঞ্জসহ নানা বিষয়ে প্রশ্ন করেন। বিএনপি প্রার্থী তাঁদের প্রতিটি প্রশ্নের জবাবে শান্তিপূর্ণ নির্বাচনের প্রত্যাশা এবং জনগণের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন।

মতবিনিময় শেষে আহম্মেদ সোহেল মনজুর সুমন নেছারাবাদবাসীর প্রতি ধানের শীষে সমর্থন ও ভোট দেওয়ার আহ্বান জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow