বোয়ালমারীতে পূর্ব বিরোধকে কেন্দ্র করে অতর্কিত হামলা, আহত অন্তত ৩৫
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে পরিকল্পিতভাবে পরমেশ্বরদী গ্রাম ও তেলজুড়ী বাজার এলাকায় অতর্কিত হামলা ও ভাঙচুর চালিয়েছে প্রতিপক্ষের লোকজন।
সোমবার (২৪ নভেম্বর) সকালে উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী এলাকায় এ ঘটনা ঘটে। হামলায় দু’পক্ষের অন্তত ৩৫ জন আহত হয়েছেন। প্রাথমিকভাবে আহতদের সবার পরিচয় জানা না গেলেও গুরুতর আহত ১৫ জন বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং পাঁচজনকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দেশীয় অস্ত্রসহ দুইজনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সালথা উপজেলার খাড়দিয়া ও পরমেশ্বরদীর একাংশের লোকজন পূর্ব বিরোধের জেরে তেলজুড়ী বাজার ও পরমেশ্বরদী পশ্চিমপাড়া এলাকায় অতর্কিত হামলা চালায়। এতে কমপক্ষে ৩৫ জন আহত হন। গুরুতর আহতদের মধ্যে রয়েছেন—দৈবকনন্দপুর গ্রামের আফতাব (৪২), দূর্গাপুর চকপাড়ার নাদেন (২৪), সবজি ব্যবসায়ী রেজাউল (৫০), বাজিতপুর গ্রামের বিপ্লব (৩৫), তেলজুড়ী গ্রামের ওহিদ (৪০) ও ইউনুস (৫০), দূর্গাপুর গ্রামের লিপটন শিকদার (৩৫)। অন্য আহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এলাকাবাসীর অভিযোগ, ভোরে খারদিয়া গ্রামের শতাধিক লোকজন হঠাৎ বাজারে প্রবেশ করে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়। এ সময় তেলজুড়ী এলাকায় ১৮টি ঘরবাড়ি ও বাজারের অন্তত পাঁচটি দোকান ভাঙচুর ও লুটপাট করা হয়।
দূর্গাপুর গ্রামের ইলিয়াস মোল্লা বলেন, “সালথার খারদিয়া গ্রামের লোকজন হঠাৎ দেশীয় অস্ত্র নিয়ে আমাদের এলাকায় হামলা চালায়।”
শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রইসুল ইসলাম পলাশ বলেন, “খারদিয়া গ্রামের বাসিন্দা মুশফিক বিল্লাহ জিহাদ মিয়া ও তার মামা ইলিয়াস কাজীর নেতৃত্বে এক থেকে দেড় হাজার লোক অস্ত্রসজ্জিত হয়ে আমাদের লোকজনের ওপর অতর্কিত হামলা চালায়।”
বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের সহকারী পুলিশ সুপার (মধুখালী-বোয়ালমারী সার্কেল) আজম খান বলেন, “দুটি শিশুর ঝগড়াকে কেন্দ্র করে পূর্ব বিরোধের জেরে এ ঘটনার সূত্রপাত। পার্শ্ববর্তী সালথা এলাকা থেকে একদল লোক এসে হামলা চালায় এবং বেশ কিছু বাড়িঘর ভাঙচুর করে। আমরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি।”
তিনি আরও বলেন, “ভিডিও ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে আটক করা হবে। ইতোমধ্যে দুইজনকে আটক করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে এবং পরিস্থিতি এখন স্বাভাবিক।”
What's Your Reaction?
এমএম জামান, বোয়ালমারী প্রতিনিধি, ফরিদপুরঃ