নওগাঁয় পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ

আব্দুল মজিদ মল্লিক, জেলা প্রতিনিধি, নওগাঁঃ
Nov 24, 2025 - 19:45
 0  10
নওগাঁয় পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ

নওগাঁর মান্দা উপজেলার দেলুয়াবাড়ি এলাকা থেকে রাজশাহীর তানোর উপজেলায় পাচারকালে ৬০ বস্তা রাসায়নিক সার জব্দ করেছে স্থানীয় প্রশাসন। সোমবার দুপুরে ভারশোঁ ইউনিয়ন পরিষদ মোড় এলাকায় সেনাবাহিনীর সহায়তায় এই অভিযান পরিচালনা করা হয়।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে দেলুয়াবাড়ি বাজার থেকে তিনটি ভটভটিতে ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার বোঝাই করে তানোর উপজেলার তালন্দ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছিল। সার পাচারের সন্দেহে বিষয়টি প্রশাসনকে জানানো হলে সেনাবাহিনীর সহায়তায় দেলুয়াবাড়ি–চৌবাড়িয়া সড়কের ভারশোঁ মোড় এলাকায় যানবাহনগুলো থামিয়ে সারগুলো জব্দ করা হয়।

ভটভটির চালক শাহিন আলম বলেন, হোসনপুর এলাকার কৃষক ওবাইদুল হক দেলুয়াবাড়ি বাজারের বিসিআইসি ডিলার ‘আশরাফ ট্রেডার্স’ এবং খুচরা ব্যবসায়ী রবিনের দোকান থেকে সার ক্রয় করেন। এরপর তালন্দ এলাকায় নেওয়ার জন্য তিনটি ভটভটি ভাড়া করা হয়। পথে ভারশোঁ মোড়ে পৌঁছালে সেনাবাহিনী ও প্রশাসন সেগুলো আটক করে।

উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন জানান, সার পাচারের সংবাদ পেয়ে সেনাবাহিনী ও এসি ল্যান্ডের সহায়তায় অভিযান পরিচালনা করা হয়। জব্দ করা ৪০ বস্তা এমওপি ও ২০ বস্তা টিএসপি সার কুসুম্বা ইউনিয়ন পরিষদের জিম্মায় রাখা হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট নাবিল নওরোজ বৈশাখ বলেন, জব্দ সার কৃষি কর্মকর্তার হেফাজতে দেওয়া হয়েছে। তদন্ত শেষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow