পিরোজপুরের যাবজ্জীবন কারাদণ্ডাদেশপ্রাপ্ত পলাতক আসামি ঢাকা থেকে গ্রেফতার
পিরোজপুর সদর উপজেলার হত্যা মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ২০ বছর ধরে পলাতক এক আসামিকে গ্রেফতার করেছে র্যাব-০৮।
রোববার (২৩ নভেম্বর) রাতে ঢাকার মগবাজার এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আসাদুজ্জামান আলমকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত মো. আসাদুজ্জামান আলম (৫৫) পিরোজপুর সদর উপজেলার শারিকতলা মাথাবেড়া এলাকার মৃত মফিজুর রহমান শেখের পুত্র। তিনি দীর্ঘ দুই দশক ধরে দেশের বিভিন্ন স্থানে পলাতক ছিলেন।
র্যাব জানায়, ২০১০ সালে ঝিনাইদহ জেলায় একটি হত্যা মামলায় মো. আসাদুজ্জামান আলমের নাম আসামি হিসেবে অন্তর্ভুক্ত ছিল। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৮, সিপিএসসি বরিশাল জানায় যে ২৩ নভেম্বর রোববার রাতে র্যাব-৩ সিপিসি-২, মগবাজারের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে ঢাকা মহানগরীর পল্টন থানাাধীন পুরানা পল্টন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
বরিশাল র্যাব-৮ এর সিনিয়র সহকারী পরিচালক অমিত হাসান বলেন, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য ঢাকা মহানগরীর হাতিরঝিল থানায় হস্তান্তর করা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চলে দীর্ঘদিন যাবৎ পালিয়ে থাকা সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতার এবং অস্ত্রধারী সন্ত্রাসী, মাদককারবারীসহ অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় আনতে র্যাব-৮ কাজ করে যাচ্ছে।
What's Your Reaction?
মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ