পিরোজপুরে সনাক-টিআইবির অভিজ্ঞতা বিনিময় সভা

দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনকে আরও বেগবান করার লক্ষ্যে পিরোজপুরে সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি) এর যৌথ উদ্যোগে এক অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) সকালে শহরের কুটুমবাড়ি কমিউনিটি সেন্টারে এই সভা অনুষ্ঠিত হয়।
সচেতন নাগরিক কমিটি (সনাক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর আয়োজনে অনুষ্ঠিত এই সভায় সনাক, ইয়েস এবং এসিজি-এর প্রায় ১৫০ জন সদস্য অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন পিরোজপুর সনাক-এর সহ-সভাপতি খায়রুন নাহার রুবি।
পিরোজপুর সনাক-এর সভাপতি, বীর মুক্তিযোদ্ধা এম. এ. রব্বানী ফিরোজের সভাপতিত্বে এবং আফতাব উদ্দিন কলেজের অধ্যাপক মোঃ শাহ আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি'র কো-অর্ডিনেটর (সিইও) কাজী শফিকুর রহমান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টিআইবি খুলনা অঞ্চলের ক্লাস্টার কো-অর্ডিনেটর (সিইও) মোহাম্মদ ফিরোজ উদ্দিন।
বক্তারা বলেন, "আমরা যদি সবাই নিজ নিজ অবস্থান থেকে সৎ থাকি এবং অন্যায়ের সঙ্গে আপোষ না করি, তাহলে দুর্নীতির সুযোগ অনেকাংশে কমে আসবে।" তারা আরও বলেন, "স্কুল-কলেজের শিক্ষার্থী, তরুণ সমাজ, গণমাধ্যম ব্যক্তিত্ব ও রাজনৈতিক ব্যক্তিত্বের সম্মিলিত প্রচেষ্টায় আমাদের এই আন্দোলন সফল ও সার্থক হয়ে উঠবে।" নতুনদের জন্য এই সভা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন। বক্তারা সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে পিরোজপুরসহ সারা বাংলাদেশকে দুর্নীতিমুক্ত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।
সভাপতির সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। তিনি উপস্থিত সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
What's Your Reaction?






