খোকসায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন

সাজ্জাদ আহম্মেদ, খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ
Sep 25, 2025 - 12:01
 0  8
খোকসায় ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার উদ্বোধন

কুষ্টিয়ার খোকসায় পদ্মা নদীর কোলে ধোকড়াকোল, কুটিপপাড়া, গোসাইডাঙ্গী ও আমলাবাড়ী গ্রামবাসীর উদ্যোগে ঐতিহ্যবাহী নৌকাবাইচ প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৫টায় নৌকাবাইচ ও মেলা আয়োজক কমিটির সভাপতি মোঃ আসলাম হোসেনের সভাপতিত্বে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কবুতর উড়িয়ে প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন কুষ্টিয়া জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও এশিউর গ্রুপের চেয়ারম্যান শেখ সাদী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে খোকসা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আলাউদ্দিন খান, খোকসা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম এবং কুমারখালী পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব মনোয়ার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

আয়োজক কমিটি জানিয়েছে, বৃহস্পতিবার থেকে নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু হবে। আগামী ২৮ সেপ্টেম্বর, রবিবার প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই আয়োজনকে কেন্দ্র করে এলাকাবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা বিরাজ করছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow