আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিক বিশৃঙ্খলায় উস্কানিদাতা গ্রেপ্তার

ঢাকার আশুলিয়ায় নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে মোঃ টিপু সুলতান (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাকে এই ঘটনার মূল হোতা ও উস্কানিদাতা হিসেবে চিহ্নিত করা হয়েছে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর তত্ত্বাবধানে পরিচালিত এক বিশেষ অভিযানে বুধবার (২৪ সেপ্টেম্বর) রাত ৯টা ২৫ মিনিটে আশুলিয়া থানার জামগড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিন এই অভিযানের নেতৃত্ব দেন।
গ্রেপ্তারকৃত টিপু সুলতানের বাবার নাম মোঃ আবু হানিফ এবং মায়ের নাম মোছাঃ শাহিদা খাতুন। তার গ্রামের বাড়ি ঝিনাইদহ জেলার শৈলকোপা থানার পূর্ব মাদলা গ্রামে। বর্তমানে তিনি আশুলিয়ার ইটখোলা, নরসিংহপুর এলাকায় নাসু মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন।
পুলিশ জানিয়েছে, টিপু সুলতান নাসা গ্রুপের শ্রমিকদের মধ্যে অসন্তোষ সৃষ্টি ও বিশৃঙ্খল পরিস্থিতি তৈরির জন্য উস্কানি দিয়ে আসছিলেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।
উল্লেখ্য, সম্প্রতি বকেয়া বেতন ও অন্যান্য দাবিতে নাসা গ্রুপের শ্রমিকরা আশুলিয়ায় সড়ক অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল, যা নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।এই পরিস্থিতিতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে।
What's Your Reaction?






