দ্রুতই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি - ডা. জাহিদ

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিএনপি শিগগিরই দলীয় মনোনয়ন চূড়ান্ত করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। একইসাথে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কয়েক সপ্তাহের মধ্যেই দেশে ফিরবেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে।
বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) সকালে বিশ্ব ফার্মাসিস্ট দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ হোসেন এ কথা জানান। তিনি বলেন, বিএনপি গত ১৮ মাস ধরেই নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছে এবং এখন পর্যন্ত কাউকে মনোনয়নের বিষয়ে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে দ্রুতই এটি চূড়ান্ত করা হবে। তার মতে, দলীয় জরিপে এগিয়ে থাকা এবং জনগণের কাছে গ্রহণযোগ্য প্রার্থীরাই মনোনয়ন পাবেন।
এদিকে, বিএনপির একজন নেতা জানিয়েছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন। তিনি বলেন, "কয়েক সপ্তাহের মধ্যে দেশে ফিরবেন তারেক রহমান। দেশে ফিরে তিনি শুধু বিএনপির নয়, পুরো গণতন্ত্র যাত্রার নেতৃত্ব দেবেন।" ২০০৮ সালে চিকিৎসার জন্য লন্ডন যাওয়ার পর থেকে সেখানেই অবস্থান করছেন তারেক রহমান। আওয়ামী লীগ সরকারের সময় বিভিন্ন মামলা ও বিচারের কারণে তিনি দেশে ফিরতে পারেননি।
সম্প্রতি নিউইয়র্কে রাজনৈতিক নেতাদের ওপর হামলার ঘটনা প্রসঙ্গে ডা. জাহিদ হোসেন বলেন, এই ঘটনা আওয়ামী লীগের প্রতিহিংসার রাজনীতির বহিঃপ্রকাশ। তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, হামলাকারীরা মাঠে এলে জনগণ তাদের প্রতিহত করবে।
বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য আরও জানান, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো দেশি-বিদেশি ষড়যন্ত্র রুখে দিতে বিএনপি প্রস্তুত রয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে দলের ৩১ দফা দাবি বাস্তবায়ন করা হবে বলেও তিনি উল্লেখ করেন।
What's Your Reaction?






