পিরোজপুর-১ আসনকে মডেল করার প্রত্যয় ব্যারিস্টার জোবায়েরের

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Sep 13, 2025 - 12:17
 0  3
পিরোজপুর-১ আসনকে মডেল করার প্রত্যয় ব্যারিস্টার জোবায়েরের

পিরোজপুর-১ আসনকে (পিরোজপুর সদর, ইন্দুরকানী ও নাজিরপুর) একটি আধুনিক ও মডেল নির্বাচনী এলাকা হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার। তিনি ১২ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে নিয়োজিত করার প্রতিশ্রুতি দেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) বিকেল ৪টায় পিরোজপুরের ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এই অঙ্গীকার ব্যক্ত করেন। ব্যারিস্টার হায়দার প্রবীণ রাজনীতিবিদ, সাবেক মন্ত্রী এবং জাতীয় পার্টির (জাপা) একাংশের মহাসচিব মোস্তফা জামাল হায়দারের কনিষ্ঠ পুত্র। তার বাবা বর্তমানে জাতীয়তাবাদী ১২ দলীয় জোটের প্রধান সমন্বয়কের দায়িত্ব পালন করছেন।

ইন্দুরকানী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মারুফুল ইসলামের সভাপতিত্বে এবং দপ্তর সম্পাদক আরিফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত এই সভায় উপজেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার বলেন, "আমার বাবা মন্ত্রী থাকাকালীন জিয়ানগর (ইন্দুরকানী) উপজেলায় গুচ্ছগ্রাম, রাস্তা ও বেইলি ব্রিজসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে অবদান রেখেছেন।" সেই উন্নয়নের ধারাকে এগিয়ে নিয়ে যেতে চান তিনি।

তিনি তার ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরে বলেন, "১২ দলীয় জোট থেকে মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হলে পিরোজপুর-১ আসনের প্রত্যেকটি উপজেলাকে আধুনিক হিসেবে রূপান্তরিত করব।" বিশেষ করে, উন্নয়নের দিক থেকে পিছিয়ে থাকা জিয়ানগর উপজেলাকে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার ওপর তিনি জোর দেন।

এলাকার যুবকদের জন্য কর্মসংস্থান সৃষ্টি, নারীদের জন্য কারিগরি প্রশিক্ষণ ও কাজের সুযোগ তৈরি এবং স্বাস্থ্যসেবার উন্নয়নকে তিনি তার প্রধান কাজ হিসেবে উল্লেখ করেন।

মতবিনিময় সভা শেষে ব্যারিস্টার মোস্তফা জোবায়ের হায়দার তার বাবার পক্ষে উপজেলার পাড়েরহাট বাজার ও জিয়ানগর বাজারসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং লিফলেট বিতরণ করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow