বিজয়নগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়াঃ
Sep 13, 2025 - 12:02
Sep 13, 2025 - 12:03
 0  4
বিজয়নগরে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার পত্তন ইউনিয়নের ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয় মাঠে অত্যন্ত উৎসবমুখর পরিবেশে "শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ২০২৫"-এর জমকালো উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। পত্তন ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে এই টুর্নামেন্ট এলাকার ক্রীড়ামোদীদের মধ্যে ব্যাপক উৎসাহের সৃষ্টি করেছে।

টুর্নামেন্ট পরিচালনা কমিটির সভাপতি ও পত্তন ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ কালাম মিয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিজয়নগর উপজেলা যুবদলের সিনিয়র আহ্বায়ক ও টুর্নামেন্ট পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক মোঃ বোখারী মোল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মোঃ জহিরুল হক খোকন (ভিপি জহির)। প্রধান উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সম্মানিত সদস্য মোঃ হামদু মিয়া।

বিশেষ অতিথি হিসেবে মঞ্চ আলোকিত করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি এবিএম মুমিনুল হক, জেলা বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক মোঃ নুরুল হুদা সরকার, সহ-সভাপতি অ্যাডভোকেট গোলাম সারোয়ার খোকন এবং পত্তন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ দারু মিয়া। এছাড়াও আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইউসুফ আলী, ক্রীড়া শিক্ষক আবুল হাসনাত মঙ্গল, আমোদাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাকের শাহ, সরকারি তিতুমীর কলেজ ছাত্রদলের সহ-সভাপতি সোলাইমান হোসেন জুয়েল, ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রদলের সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক সাইনুর রহমান হৃদয়, উপজেলা ছাত্রদল নেতা মীর তানভীর আহমেদ, পত্তন ইউনিয়ন ছাত্রদল সভাপতি ইকবাল ভূঁইয়া এবং ইউনিয়ন যুবদলের সভাপতি আনু খা, সাধারণ সম্পাদক মোঃ জালাল মিয়া ও সাংগঠনিক সম্পাদক মোঃ আজিম মিয়া।

অনুষ্ঠানে বক্তারা বলেন, বিজয়নগর একটি সীমান্তবর্তী উপজেলা হওয়ায় এখানে মাদকের প্রভাব অত্যন্ত উদ্বেগজনক। সমাজ থেকে মাদক নির্মূল করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। “খেলাধুলা শুধু শরীরচর্চা নয়, এটি একটি সমাজ পরিবর্তনের হাতিয়ার”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এই টুর্নামেন্টের মূল লক্ষ্য যুবসমাজকে খেলাধুলার মাধ্যমে ইতিবাচক পথে পরিচালনা করা। বক্তারা আরও জানান, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র নেতা ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামলের দিকনির্দেশনায় এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সৌদি আরব প্রবাসী মোঃ রহমত আলীর সার্বিক সহযোগিতায় আয়োজিত এই টুর্নামেন্টে ভলান্টিয়ার হিসেবে দায়িত্ব পালন করেন জাহাঙ্গীর শাহ, ইউনুস, তাজু, ইয়াকিনসহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow