নাবিকদের অধিকার আদায়ে আলফাডাঙ্গায় ঐতিহাসিক সভা

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুরঃ
Sep 13, 2025 - 11:48
 0  15
নাবিকদের অধিকার আদায়ে আলফাডাঙ্গায় ঐতিহাসিক সভা

পেশাগত মর্যাদা প্রতিষ্ঠা, অধিকার আদায় এবং নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দৃপ্ত শপথে ফরিদপুরের আলফাডাঙ্গায় এক ঐতিহাসিক মতবিনিময় সভায় মিলিত হয়েছেন সারাদেশ থেকে আগত নাবিকরা। শুক্রবার (১২ সেপ্টেম্বর) রাতে আলফাডাঙ্গা হাসপাতাল রোডের রেড চিলি চাইনিজ রেস্টুরেন্ট অ্যান্ড বাংলা পার্টি সেন্টারে আয়োজিত এই সভাটি নাবিক সমাজের জন্য একটি নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। অভিজ্ঞ নাবিক ফিরোজ হোসেন মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভা নাবিকদের ঐক্যবদ্ধ হওয়ার এক শক্তিশালী বার্তা দিয়েছে।

সভার প্রধান বক্তা, নুর আলম মাস্টার, তার বক্তব্যে নাবিকদের বর্তমান পেশাগত জীবনের নানা প্রতিকূলতা ও চ্যালেঞ্জের চিত্র তুলে ধরেন। তিনি বলেন, "সমুদ্রের উত্তাল ঢেউ যেমন আমাদের একে অপরের সাথে বেঁধে রাখে, ঠিক তেমনি এই পেশার অস্তিত্ব রক্ষায় আমাদের সকলকে ইস্পাত কঠিন ঐক্যে আবদ্ধ হতে হবে।" তিনি উন্নত প্রশিক্ষণ, কর্মক্ষেত্রের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং একটি ন্যায্য ও যুগোপযোগী বেতন-কাঠামো প্রণয়নের জন্য নাবিকদের ঐক্যবদ্ধ হওয়ার অপরিহার্যতার কথা তুলে ধরেন। এই লক্ষ্য অর্জনে তিনি সকল নাবিকের সম্মিলিত সহযোগিতা কামনা করেন।

সভাপতির ভাষণে ফিরোজ হোসেন মাস্টার বলেন, "আজকের এই সভা কেবল একটি সাধারণ বৈঠক নয়, এটি আমাদের অধিকার আদায়ের সংগ্রামের একটি নতুন দিগন্ত উন্মোচন করলো। আমাদের একতাই আমাদের প্রধান শক্তি। এই শক্তিকে সঠিক পথে পরিচালিত করে আমরা আমাদের ন্যায্য দাবিগুলো আদায় করতে সক্ষম হব।" তিনি ব্যক্তিগত ভেদাভেদ ভুলে সম্মিলিত স্বার্থে কাজ করার জন্য উপস্থিত সকলের প্রতি উদাত্ত আহ্বান জানান।

সভায় প্রবীণ ও নবীন নাবিকদের এক অভূতপূর্ব মিলনমেলা ঘটে। জামসেদ হোসেন নয়ন, মারুফ মাস্টার, আশিক মাস্টার, রবিউল মাস্টার, আহসান হাবীব ফরিদ মাস্টার, ফিরোজ হোসেন ড্রাইভার, বদিউজ্জামান খান মাস্টারসহ দেশের বিভিন্ন অঞ্চলের নাবিকরা তাদের মূল্যবান মতামত তুলে ধরেন। সভার কার্যক্রম অত্যন্ত দক্ষতার সাথে সঞ্চালনা করেন আতিয়ার রহমান মাস্টার।

উপস্থিত নাবিকরা মনে করেন, এই ধরনের মতবিনিময় সভার নিয়মিত আয়োজন তাদের মধ্যকার ভ্রাতৃত্বের বন্ধনকে আরও সুদৃঢ় করবে। এর ফলে তাদের দাবিগুলো একত্রিত ও জোরালোভাবে সরকারের সংশ্লিষ্ট দপ্তরে উপস্থাপন করা সম্ভব হবে। এই সভাটি নাবিক সমাজে এক নতুন আশার আলো জ্বালিয়েছে এবং তাদের মধ্যে একতাবদ্ধ হওয়ার এক নবজাগরণের বার্তা ছড়িয়ে দিয়েছে, যা আগামীর পথ চলায় প্রেরণা যোগাবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow