ফরিদপুরে আলোচিত লিমন হত্যা: গ্রেফতার ও বিচার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন
ফরিদপুরের নগরকান্দায় আলোচিত লিমন হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে সংবাদ সম্মেলন এবং মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রোববার (০৭ ডিসেম্বর) বেলা ১১টায় তালমা ইউনিয়নের শাকপালদিয়া গ্রামে নিহত লিমনের পিতা সারোয়ার মৃধার উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ঘণ্টাব্যাপী মানববন্ধনে পরিবার-পরিজন ও স্থানীয় শতাধিক মানুষ অংশ নেন। তারা হত্যাকাণ্ডে জড়িতদের অবিলম্বে গ্রেফতার ও আইনের আওতায় আনার দাবি জানান।
অভিযোগ করা হয়, গত ১৩ নভেম্বর শ্বশুরবাড়ির লোকজন মারধর করে জোরপূর্বক বিষ খাইয়ে লিমনকে সড়কের পাশে ফেলে যায়। মৃত্যুর আগে মুমূর্ষ অবস্থায় লিমন নিজেই ঘটনার বর্ণনা দেন, যা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। ১৬ নভেম্বর চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
ঘটনার পর ২০ নভেম্বর সালথা থানায় হত্যা মামলা হলেও এখন পর্যন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে বক্তারা দোষীদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
What's Your Reaction?
শফিকুল ইসলাম জনি, সিনিয়র স্টাফ রিপোর্টারঃ