শ্রীনগরে বৃক্ষ রোপন কর্মসূচিতে এমপি প্রার্থী ফরহাদ হোসেন

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Sep 12, 2025 - 21:49
 0  16
শ্রীনগরে বৃক্ষ রোপন কর্মসূচিতে এমপি প্রার্থী ফরহাদ হোসেন

মুন্সীগঞ্জের শ্রীনগরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়েছেন মুন্সীগঞ্জ-১ (শ্রীনগর-সিরাজদিখান) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ফরহাদ হোসেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক ও মুন্সীগঞ্জ জেলা জিয়া স্মৃতি পাঠাগারের সভাপতি ফরহাদ হোসেন এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ সচেতনতা এবং সামাজিক উন্নয়নে নিজের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

শুক্রবার জুমার নামাজের পর উপজেলার পশ্চিম নওপাড়া এমদাদুল উলুম হাফেজিয়া মাদ্রাসা মাঠে এই কর্মসূচি পালিত হয়। কর্মসূচির অংশ হিসেবে তিনি মাদ্রাসার কোমলমতি শিক্ষার্থীদের সাথে নিয়ে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করেন।

বৃক্ষরোপণ শেষে তিনি মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং প্রতিষ্ঠানটির বর্তমান শিক্ষাব্যবস্থা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন। এসময় তিনি মাদ্রাসা সংলগ্ন মসজিদ কমপ্লেক্সের উন্নয়নমূলক কাজের জন্য পঞ্চাশ হাজার টাকা অনুদানের ঘোষণা দেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি মতিউর রহমান খান মতি, থানা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব হাসিব হোসেন, কুকুটিয়া ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি কামাল শেখ, দপ্তর সম্পাদক অহিদুল ইসলাম, কুকুটিয়া ২নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো. মিরাজ মল্লিক, সাধারণ সম্পাদক সেলিম এবং ৩নং ওয়ার্ড বিএনপির সেক্রেটারি রুপল ইসলামসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow