৩৮ মেধাবী শিক্ষার্থীকে ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা

এমএ কাইয়ুম, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ
Jul 25, 2025 - 17:49
 0  3
৩৮ মেধাবী শিক্ষার্থীকে ঝিকুট ফাউন্ডেশনের সংবর্ধনা

বিশ্ববিদ্যালয়ে নবীন ভর্তি ও এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৩৮ জন মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও সমাজকল্যাণমূলক সংগঠন ঝিকুট ফাউন্ডেশন। শুক্রবার (২৫ জুলাই) সকাল ১০টায় মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদ মিলনায়তনে জমকালো এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সংবর্ধিতদের মধ্যে ১৮ জন বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সদ্য ভর্তি হওয়া শিক্ষার্থী এবং ২০ জন এবারের এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী। ঝিকুট ফাউন্ডেশনের সাধারণ পরিষদের সভাপতি ও জাতিসংঘের আইসিটি বিভাগের অবসরপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাধারণ সম্পাদক ও দৈনিক মুন্সিগঞ্জের বার্তা পত্রিকার সম্পাদক আশরাফ ইকবাল। প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন নটরডেম বিশ্ববিদ্যালয় বাংলাদেশের অধ্যাপক ও রবীন্দ্র গবেষক ড. মুহাম্মদ জমির হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা ও বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ইঞ্জিনিয়ার গোলাম মাওলা পিএসএম, বাংলাদেশ সেনাবাহিনীর মেজর সিফাতুল আলম, এইচ নূর ফাউন্ডেশনের সভাপতি হুমায়ুন কবির সাগর, মাসিক বিক্রমপুর পত্রিকার সম্পাদক সৈয়দ মাহমুদ হাসান মুকুট এবং গণপরিষদ সদস্য পরিবারের সাধারণ সম্পাদক ও বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট লেফটেন্যান্ট জামাল উদ্দিন চৌধুরীর কন্যা আজমা চৌধুরী।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ঝিকুট ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক প্রফেসর ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল মডেল কলেজের একাডেমিক কো-অর্ডিনেটর বাহাউদ্দিন বাহার, জাপান প্রবাসী পৃষ্ঠপোষক মো. নূরুল ইসলাম খান এম. কম, প্রথম আলো পত্রিকার প্রধান ফটো সাংবাদিক কবির হোসেন, নারী উদ্যোক্তা সানজীদা হায়াত দিপা এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক বিক্রমপুর পরিবারের সাবেক উপদেষ্টা মরতুজা আল আশরাফী।

অনুষ্ঠানে ঝিকুট ফাউন্ডেশন কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সম্পাদক শাহিদুল হাসান শাওন ও ঢাকা বিশ্ববিদ্যালয় বিক্রমপুর পরিবারের সাবেক সভাপতি আতিকুর রহমান নয়নের উপস্থাপনায় অতিথিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক বিশ্বজিৎ ঘোষ, ইছাপুরা মডেল সরকারি কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন মিয়া এবং বাসাইল উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মীর উজ্জ্বল।

অনুষ্ঠানে বক্তারা মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ দেওয়ার জন্য ঝিকুট ফাউন্ডেশনের এই মহৎ উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান। সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow