শ্রীনগরে জমিজমা বিরোধে পাল্টাপাল্টি হামলায় ৩ জন আহত
মুন্সীগঞ্জের শ্রীনগরে জমিজমা সংক্রান্ত মামলা-মোকদ্দমার জের ধরে শুক্রবার দুপুরে পাল্টাপাল্টি হামলায় তিনজন আহত হয়েছেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে উপজেলার কুকুটিয়া ইউনিয়নের ঝুলদি এলাকায় উভয়পক্ষের মধ্যে এই সংঘর্ষ ঘটে। ৯৯৯ নম্বরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আহতদের মধ্যে রয়েছেন ভুক্তভোগী মিন্টু শেখের মা পিয়ারা বেগম, স্ত্রী রাশিদা আক্তার ও বোন সাথী আক্তার। উভয় পক্ষই থানায় একে অপরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা ইসলামী যুব-আন্দোলনের সভাপতি হাবিবুর রহমান মিন্টুর সাথে দীর্ঘদিন ধরে পৈত্রিক বসতবাড়ির জমি নিয়ে চাচা হারুন শেখের বিরোধ চলে আসছিল। এই নিয়ে মামলা-মোকদ্দমা ও স্থানীয়ভাবে একাধিকবার শালিস বৈঠকও হয়েছে। শালিসে ভুক্তভোগী মিন্টুর প্রাপ্য অংশে টিনের বেড়া দিয়ে তিনি রাস্তার মাধ্যমে চলাচল শুরু করেছিলেন।
শুক্রবার দুপুরে সুবিধার জন্য রাস্তার মাঝখানে থাকা দুটি গাছ কেটে দেয় মিন্টু পরিবারের সদস্যরা। তখন চাচা হারুন শেখ, চাচাতো ভাই রিয়াজ শেখ, ভগ্নিপতি সজিব মাঝি, চাচাতো বোন হিমা ওনমীম আক্তার এবং অজ্ঞাতনামা লোকজন বাধা দিলে ভুক্তভোগীর দেয়া টিনের বেড়া ভাঙচুর করা হয়। এ ঘটনায় উভয়পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় মিন্টু পুলিশকে ৯৯৯ ফোন দেন।
রিয়াজ শেখ অভিযোগ করেন, “জমিজমা বিরোধের জেরে মিন্টু আমাদের সীমানার গাছ কাটলে আমরা বাধা দিই। এতে মিন্টু পক্ষ আমাকেসহ আমার স্ত্রীকে পিটিয়ে আহত করেছে। আমরা থানায় অভিযোগ করেছি।”
শ্রীনগর থানার এসআই গণেষ বিশ্বাস জানান, “৯৯৯ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে দেখি জমিজমা বিরোধের জেরে উভয়পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারপিট হয়েছে। পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করেছে।”
What's Your Reaction?
এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী, ভ্রাম্যমাণ প্রতিনিধি, মুন্সীগঞ্জঃ