খোকসা বাসস্ট্যান্ডে নির্মাণ হচ্ছে গোলচত্বর
দীর্ঘদিনের অপেক্ষার পর অবশেষে কুষ্টিয়ার খোকসা বাসস্ট্যান্ডে নির্মাণ করা হচ্ছে গোলচত্বর। স্থানীয় জনগণ আশা প্রকাশ করেছেন, এটি চালু হলে বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনা অনেকটাই কমবে এবং যাত্রীদের চলাচল সহজতর হবে।
প্রকল্পটি বাস্তবায়নে মূল ভূমিকা পালন করেছেন খোকসার কৃতিসন্তান ও বাংলাদেশের বিচার বিভাগের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর। বর্তমানে তিনি পাবনা জেলায় কর্মরত থাকলেও খোকসার বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডে তার অবদান স্থানীয় জনগণের কাছে প্রশংসনীয়।
প্রসঙ্গত, ২০২২ সালে খোকসা বাসস্ট্যান্ডে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক ইমরান নিহত হলে এলাকায় ব্যাপক অসন্তোষের সৃষ্টি হয়। বিষয়টি নজরে আসার পর বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর আশ্বাস দেন, ভবিষ্যতে এখানে একটি গোলচত্বর নির্মাণ করা হবে।
অবশেষে ২০২৫-২০২৬ অর্থ বছরে সড়ক, পরিবহন ও সেতু মন্ত্রণালয় কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের গুরুত্বপূর্ণ স্থানে সংস্কারসহ গোলচত্বর নির্মাণের অনুমোদন দেয়। প্রস্তাব প্রেরণ থেকে অনুমোদন ও বাস্তবায়নের প্রতিটি ধাপে সার্বক্ষণিকভাবে নজর রেখেছেন বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর। নির্মাণকাজে ব্যবহার করা হবে ‘রিজিভ পেভমেন্ট (Resive Pavement)’ পদ্ধতি, যা শক্তিশালী, টেকসই এবং দীর্ঘমেয়াদী।
কুষ্টিয়া সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ মনজুরুল করিম বলেন, “আগামী বছরের মে মাস নাগাদ গোলচত্বর নির্মাণসহ মহাসড়কের কয়েকটি গুরুত্বপূর্ণ স্থানে ঢালাই কাজ শুরু হবে। প্রকল্পটি ইতোমধ্যেই টেন্ডারের জন্য প্রস্তুত।”
গোলচত্বর নির্মাণের অনুমোদন প্রকাশের পর খোকসায় ব্যাপক সাড়া ফেলেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে নেটিজেনরা বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। খোকসার খেটে মানুষ ও সুশীল সমাজ মনে করছেন, নিজের পদ এবং অবস্থানকে জনগণের কল্যাণে ব্যবহার করার ক্ষেত্রে বৈজয়ন্ত বিশ্বাস ভিক্টর এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন।
What's Your Reaction?
খোকসা প্রতিনিধি, কুষ্টিয়াঃ