স্কুল থেকে বাড়ি ফেরার পথে নিখোঁজ ৮ম শ্রেণির ছাত্র উহাইমং মারমা
বান্দরবান জেলার থানচি উপজেলার নাইন্দারী পাড়া গ্রামের বাসিন্দা চশৈখয় মারমার বড় সন্তান, জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ অনাথ আশ্রম উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র উহাইমং মারমা (১৪) ২৪ নভেম্বর ২০২৫ থেকে নিখোঁজ রয়েছে।
পরিবার সূত্রে জানা যায়, উহাইমং মারমা পড়াশোনার কারণে অনাথ আশ্রমে থাকতেন। ২৪ নভেম্বর রাতে তিনি ট্রেনে চড়ে চট্টগ্রাম হয়ে নিজ বাড়ি ফিরার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। কিন্তু এখনও পর্যন্ত তাকে কোনোভাবে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ ছাত্রের পিতা চশৈখয় মারমা বলেন, “পরিবার সম্ভাব্য আত্মীয়স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজখবর নিয়েছে, তবু কোনো তথ্য পাওয়া যায়নি। আমরা মানসিকভাবে খুবই ভেঙে পড়েছি এবং প্রশাসনের সহযোগিতা চাই।”
উহাইমং মারমার নিখোঁজের ঘটনায় থানচি থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার জন্য গেলে ওসি লাকসাম থানা জিডি করার পরামর্শ দিয়েছেন। পিতা জানান, আর্থিক সংকট ও অপরিচিত জায়গায় যাওয়ার অসুবিধার কারণে তিনি নিজে তা করতে পারছেন না।
জ্যোতিপাল মহাথেরো বৌদ্ধ অনাথ আশ্রমের প্রধান শিক্ষক বলেন, “ছাত্রদের আবাসিক বিষয়ে মূলত আশ্রমের শিক্ষকরা খোঁজখবর রাখেন। ক্লাস চলাকালীন সময় আমি কেবল শিক্ষাগত বিষয়গুলো জানাতে পারি।” এছাড়া শিক্ষক মংসিংনু মারমা জানিয়েছেন, “উহাইমং মারমা আমাদের জানিয়ে না কয়েকজন সহপাঠীকে নিয়ে ২৪ নভেম্বর রাতে রেলওয়ে স্টেশনে গেছে। সহপাঠীরা জানিয়েছেন, সে বান্দরবানের নিজের ভাবী বাড়িতে থাকবে।”
পরিচালক প্রজ্ঞাশ্রী মহাথেরো বলেন, “আমি সংঘ দানে ব্যস্ত থাকায় প্রতিষ্ঠানে পৌঁছালে উহাইমং মারমার খোঁজ খবর নিয়ে জানবো।”
পরিবার ও বিদ্যালয় উভয়ই স্থানীয় প্রশাসন, পুলিশ ও সাধারণ জনগণের সহযোগিতা কামনা করছে। উহাইমং মারমা সম্পর্কে কারো কাছে কোনো তথ্য থাকলে নিকটস্থ থানায় বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে অনুরোধ করা হয়েছে।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ