প্রকৃতির অটুট বাঁধন: আলীকদম মাতামুহুরী রিজার্ভের সবুজ মহিমা

বাংলাদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য জেলা বান্দরবানের আলীকদম উপজেলায় অবস্থিত মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট প্রকৃতির এক অনন্য বিস্ময়। সবুজ অরণ্য আর মেঘে ঢাকা পাহাড়ের মিতালী যেন এক অপার্থিব দৃশ্যের জন্ম দিয়েছে এখানে। সম্প্রতি এই সংরক্ষিত বনাঞ্চলের এক মনোমুগ্ধকর দৃশ্য দেশজুড়ে মানুষের দৃষ্টি কেড়েছে—যেখানে বিশাল সব পাহাড় একে অপরের কাঁধে হেলান দিয়ে যেন প্রকৃতির নীরব প্রহরী হয়ে দাঁড়িয়ে আছে।
মাতামুহুরী রিজার্ভ ফরেস্ট শুধু সৌন্দর্যের আধারই নয়, এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত সম্পদ। প্রায় ১ লাখ ৩ হাজার একর আয়তনের এই বনাঞ্চলকে ১৯২০ সালে ব্রিটিশ শাসনামলে সংরক্ষিত ঘোষণা করা হয় মাতামুহুরী নদীর প্রবাহ রক্ষা ও জীববৈচিত্র্য সংরক্ষণের উদ্দেশ্যে। বর্তমানে এটি এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহত্তম রিজার্ভ ফরেস্ট হিসেবে পরিচিত।
এই রিজার্ভ ফরেস্টের প্রতিটি কোণে লুকিয়ে আছে প্রাকৃতিক সৌন্দর্যের বিস্ময়। ঘন সবুজ বন, পাহাড়ের পর পাহাড়, আর মেঘের সাদা চাদরে ঢাকা উপত্যকা—সব মিলিয়ে এটি এক জীবন্ত ক্যানভাস। সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত রোদ, বৃষ্টি আর কুয়াশার খেলায় এ বন প্রতিনিয়ত তার রূপ বদলায়। পর্যটকেরা এখানে এলে অনুভব করেন, যেন মেঘেরা পাহাড়ের গা ছুঁয়ে আলতো করে চলে যাচ্ছে।
এই সংরক্ষিত বনাঞ্চলের প্রাণকেন্দ্র হলো মাতামুহুরী নদী—বাংলাদেশের একমাত্র নদী যার উৎপত্তি ও শেষ দুই-ই দেশের সীমানার মধ্যে। পাহাড়ি ঝিরি ও খাল থেকে নেমে আসা অসংখ্য জলধারা মাতামুহুরী নদীকে পুষ্ট করে, যা আলীকদম ও লামা উপজেলার কৃষি, জীবিকা ও দৈনন্দিন জীবনে অপরিহার্য ভূমিকা রাখে।
মাতামুহুরী রিজার্ভ ফরেস্টে রয়েছে অজগর, বন্যহাতি, হরিণ, বনমোরগ, বিভিন্ন প্রজাতির পাখি ও অগণিত বিরল উদ্ভিদ। তবে বন উজাড়, পাথর আহরণ ও মানবসৃষ্ট কার্যক্রমের কারণে বনাঞ্চলটি এখন নানা সংকটে। পরিবেশবিদদের মতে, এ বনকে জাতীয় সম্পদ হিসেবে বিবেচনা করে এর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করা সরকারের পাশাপাশি জনগণেরও নৈতিক দায়িত্ব।
আলীকদমের মারাইংতং পাহাড়, ডিম পাহাড় ও দামতুয়া ঝরনাসহ অগণিত প্রাকৃতিক নিদর্শন ইতোমধ্যেই পর্যটকদের আকৃষ্ট করছে। বিশেষজ্ঞদের মতে, টেকসই ইকো-ট্যুরিজম ব্যবস্থা গড়ে তুললে এই অঞ্চল দেশের পর্যটন শিল্পে নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। তবে প্রকৃতির সৌন্দর্য উপভোগের পাশাপাশি এর ভারসাম্য রক্ষায় পর্যটকদের সচেতন হওয়াও জরুরি।
মাতামুহুরী রিজার্ভ ফরেস্টের এই সবুজ মহিমা শুধু একটি বন নয়—এটি বাংলাদেশের প্রাকৃতিক ঐশ্বর্যের প্রতীক। পাহাড়, নদী ও অরণ্যের এই অটুট বাঁধনকে রক্ষা করা আমাদের প্রত্যেকের দায়িত্ব ও অঙ্গীকার হওয়া উচিত।
What's Your Reaction?






