ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিত্যক্ত স্থান থেকে মাদ্রাসাছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

কবির হোসেন, আলফাডাঙ্গা (ফরিদপুর ) প্রতিনিধিঃ
Oct 21, 2025 - 22:09
Oct 21, 2025 - 23:00
 0  14
ফরিদপুরের আলফাডাঙ্গায় পরিত্যক্ত স্থান থেকে মাদ্রাসাছাত্রের বস্তাবন্দী মরদেহ উদ্ধার

যে বয়সে বই-খাতা আর সহপাঠীদের কোলাহলে মেতে থাকার কথা, সেই বয়সেই নির্মমতার শিকার হয়ে বস্তাবন্দী লাশ হতে হলো ১৩ বছরের কিশোর আমির হামজাকে। মাদ্রাসার উদ্দেশে সকালে ঘর থেকে বেরিয়ে যাওয়া সন্তানের এমন মর্মান্তিক পরিণতিতে ফরিদপুরের আলফাডাঙ্গায় নেমে এসেছে শোকের ছায়া। এই নৃশংস হত্যাকাণ্ড পুরো এলাকাকে স্তব্ধ করে দিয়েছে, জনমনে তৈরি হয়েছে তীব্র ক্ষোভ ও আতঙ্ক।

ঘটনাটি ঘটে মঙ্গলবার (২১ অক্টোবর) আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়নের চর চান্দড়া গ্রামে। নিহত আমির হামজা পার্শ্ববর্তী শুকুরহাটা গ্রামের সাইরুদ্দিনের ছেলে এবং চান্দড়া নূরানী মাদ্রাসার শিক্ষার্থী ছিল।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যায় চর চান্দড়া গ্রামের একটি নির্জন পরিত্যক্ত স্থানে একটি বস্তা পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। কাছে গিয়ে বস্তাটি খুলতেই বেরিয়ে আসে এক কিশোরের নিথর দেহ। দৃশ্যটি দেখে আতঙ্কিত গ্রামবাসী সঙ্গে সঙ্গে আলফাডাঙ্গা থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। ততক্ষণে সেখানে ছুটে আসেন নিখোঁজ আমির হামজার বাবা সাইরুদ্দিন। বস্তার ভেতর নিজের সন্তানের নিথর দেহ দেখে কান্নায় ভেঙে পড়েন তিনি। অশ্রুসিক্ত কণ্ঠে তিনি বলেন, "আমার ছেলে সকালে মাদ্রাসার পোশাক পরেই বাড়ি থেকে বের হয়েছিল। এরপর আর ফেরেনি। কে আমার মাসুম বাচ্চাটাকে এমনভাবে মারল?"

এ বিষয়ে আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজালাল আলম জানান, "খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেছি। 

তিনি আরও বলেন, "মরদেহটি ময়নাতদন্তের জন্য বুধবার ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে। আমরা ইতোমধ্যে তদন্ত শুরু করেছি। এই নৃশংস ঘটনার সঙ্গে জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনতে পুলিশ সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে।"

একজন মাদ্রাসাপড়ুয়া শিশুর এমন নির্মম মৃত্যুতে পুরো আলফাডাঙ্গা জুড়ে চাঞ্চল্যের পাশাপাশি গভীর শোক বিরাজ করছে। এলাকার মানুষ এই হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দ্রুততম সময়ের মধ্যে অপরাধীদের শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow