সাভারে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

ঢাকা জেলার সাভারে বিশেষ অভিযানে ১০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
মঙ্গলবার (২১ অক্টোবর) রাত ১১টা ৫০ মিনিটের দিকে ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় ডিবি (উত্তর) শাখার অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এসআই (নিঃ) জুয়েল মিয়া ও তার সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালে সাভার মডেল থানার ছোট বলি মেহের এলাকা থেকে দুই মাদক ব্যবসায়ীকে ইয়াবাসহ আটক করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন— মোঃ শহিদ মিয়া (৪২), পিতা মৃত জজ মিয়া, মাতা মোসাঃ লালবানু, সাং মজিদপুর, ছোট বলি মেহের, থানা সাভার মডেল, জেলা ঢাকা এবং লিটন (৪২), পিতা মৃত দেরু মিস্ত্রী, মাতা সাহেরা বেগম, সাং মজিদপুর, ছোট বলি মেহের, থানা সাভার মডেল, জেলা ঢাকা।
গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পরে তাদের পিসিপিআর পর্যালোচনায় জানা যায়, আসামি মোঃ শহিদ মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্যসহ আরও নয়টি মামলা রয়েছে।
এ ঘটনায় গ্রেপ্তার দুই আসামির বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা রুজুর প্রক্রিয়া চলছে।
What's Your Reaction?






