মহম্মদপুরে নহাটা বাজার বণিক সমিতির এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ
Oct 22, 2025 - 12:34
Oct 22, 2025 - 12:57
 0  41
মহম্মদপুরে নহাটা বাজার বণিক সমিতির এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মাগুরার মহম্মদপুর উপজেলার ঐতিহ্যবাহী নহাটা বাজারের ব্যবসায়ীদের সংগঠন 'নহাটা বাজার বণিক সমিতি'র নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে নহাটা এ. জি. ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই সভা অনুষ্ঠিত হয়।

সমিতির সদস্য মোঃ জাকির হোসেন নিশানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তারের অনুমোদনক্রমে গঠিত ১৬ সদস্যবিশিষ্ট নতুন এডহক কমিটির পরিচয় করিয়ে দেওয়া হয়। এই কমিটিতে আহ্বায়ক হিসেবে বিশিষ্ট ব্যবসায়ী জাহিদুল ইসলাম জেড এবং সদস্য সচিব হিসেবে মারুফ হোসাইনকে দায়িত্ব প্রদান করা হয়েছে। কমিটির অন্য সদস্যদের মধ্যে মোঃ বহারুল ইসলাম, মোঃ সুজন সরদার, নূর মোহাম্মদ মোল্ল্যা, মধুসূধন বিশ্বাস, মিলন ঘোষসহ অন্যান্যরা রয়েছেন।

পরিচিতি সভায় নবগঠিত কমিটির নেতৃবৃন্দ বাজারের সার্বিক উন্নয়ন, শৃঙ্খলা প্রতিষ্ঠা এবং ব্যবসায়ীদের স্বার্থ ও অধিকার সুরক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন।

বক্তারা বলেন, "নহাটা বাজার এই অঞ্চলের অন্যতম প্রধান বাণিজ্যকেন্দ্র। প্রতিদিন শত শত ক্রেতা-বিক্রেতার পদচারণায় মুখর থাকে এই বাজার। তাই এর সুষ্ঠু ব্যবস্থাপনা, পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করা এখন সময়ের দাবি।" নতুন কমিটি এই লক্ষ্য পূরণে সকলের সহযোগিতা কামনা করে।

সভায় কমিটির ১৬ জন সদস্য ছাড়াও বাজারের নিরাপত্তা জোরদার করার লক্ষ্যে গঠিত নৈশপ্রহরী দলের ২০ জন দলপতিও উপস্থিত ছিলেন, যা বাজারের নিরাপত্তাকে আরও শক্তিশালী করার ইঙ্গিত বহন করে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow