পিআর পদ্ধতি সংবিধানবহির্ভূত ও জনগণের কাছে অবোধ্য: ডা. সালাউদ্দিন বাবু

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Sep 21, 2025 - 16:49
 0  5
পিআর পদ্ধতি সংবিধানবহির্ভূত ও জনগণের কাছে অবোধ্য: ডা. সালাউদ্দিন বাবু

আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির তীব্র বিরোধিতা করে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, এই পদ্ধতিটি সংবিধানে নেই এবং দেশের সাধারণ মানুষ তা বোঝে না। তিনি আশঙ্কা প্রকাশ করেন, যদি কোনো কারণে আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ এই পদ্ধতিতে অংশ নেয়, তবে তারা ৭০ থেকে ৮০টি আসন পেতে পারে।

রবিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রের পিএইচএ ভবনে আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় যোগ দিয়ে তিনি এসব কথা বলেন।

ডা. সালাউদ্দিন বাবু বলেন, "দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে। তাই আগের নিয়মেই নির্বাচন হতে হবে।" তিনি আরও অভিযোগ করেন, একটি ছোট দল নিজেদের সুবিধার্থে পিআর পদ্ধতির পক্ষে কথা বলছে, এতে জনগণের কোনো স্বার্থ নেই।

এর আগে, আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা হয়। আলোচনা সভা শেষে একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় এবং খাবারের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাভার উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান দেওয়ান মঈন উদ্দিন বিপ্লব, মোঃ দেলোয়ার হোসেন সরকার, মোঃ জিল্লুর রহমান মাস্টার এবং আশুলিয়া গ্র্যাজুয়েট অ্যাসোসিয়েশনের প্রতিষ্ঠাতা সভাপতি এস এম আমিরুল ইসলাম ও সাধারণ সম্পাদক আল মামুনসহ আরও অনেকে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow