সাভারের বেড়াইদ এলাকার আবু সাঈদ হত্যা মামলার দুই আসামি রাজবাড়ী থেকে গ্রেপ্তার

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Oct 28, 2025 - 13:04
 0  7
সাভারের বেড়াইদ এলাকার আবু সাঈদ হত্যা মামলার দুই আসামি রাজবাড়ী থেকে গ্রেপ্তার

সাভারের বেড়াইদ এলাকায় কৃষক আবু সাঈদকে কুপিয়ে হত্যার ঘটনায় জড়িত এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার গভীর রাতে রাজবাড়ী জেলার গোয়ালন্দঘাট থানা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন কালাম (৩৫) ও সোলেমান (৪৫)। তারা দুজনই সাভারের বেড়াইদ এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ অক্টোবর রাতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বেড়াইদ গ্রামে আবু সাঈদের ওপর একদল সন্ত্রাসী হামলা চালায়। এতে আবু সাঈদ গুরুতর আহত হন এবং হাসপাতালে নেওয়ার পর মারা যান। এই ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছিলেন।

এই হত্যাকাণ্ডের পর নিহতের পরিবার সাভার মডেল থানায় একটি মামলা দায়ের করে। মামলার পর ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ তদন্তে নামে এবং তথ্যপ্রযুক্তি ব্যবহার করে আসামিদের অবস্থান শনাক্ত করে। এরপর একটি বিশেষ দল গোয়ালন্দঘাটে অভিযান চালিয়ে কালাম ও সোলেমানকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

গোয়েন্দা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং মামলার অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow