সাভারে ১৫ গ্রাম হেরোইনসহ ২ মাদক ব্যবসায়ী ডিবি পুলিশের হাতে গ্রেফতার
ঢাকার সাভারে বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার (২৭ অক্টোবর) গভীর রাতে সাভার মডেল থানার নামা বাজার এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন মোঃ সাজু (৩৫) এবং আনোয়ার পারভেজ (৪০)। মোঃ সাজু বগুড়া জেলার আদমদীঘি থানার চা বাগান এলাকার মৃত আলী আহম্মদের ছেলে। তিনি বর্তমানে সাভারের দক্ষিণ নামাবাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। আনোয়ার পারভেজ সাভারের নামা বাজার মধ্যপাড়া এলাকার মৃত আলাউদ্দিন ফকিরের ছেলে।
ঢাকা জেলা পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান (পিপিএম) এর নির্দেশনায় এবং ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মোঃ জালাল উদ্দিনের নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মোঃ আঃ সালাম সঙ্গীয় অফিসার ও ফোর্স নিয়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার নামা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।
ঢাকা জেলা উত্তর গোয়েন্দা (ডিবি) পুলিশের পক্ষ থেকে জানানো হয়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে সাভারসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল। তাদের বিরুদ্ধে সাভার মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়।
What's Your Reaction?
মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ