থানচিতে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
বান্দরবানের থানচি উপজেলায় নানা আয়োজনে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সকালে বর্ণাঢ্য শোভাযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার সকাল ১০টায় থানচি বাজার থেকে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রিড থানচি শপিং মলের সামনে পথসভায় মিলিত হয়। উপজেলা জাতীয়তাবাদী যুবদলের আহ্বায়ক মংসিংহাই মারমার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আনিচাঁন্দ ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা বিএনপি আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মংশৈম্রয় মারমা।
সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন। সেই স্বপ্ন পূরণে তারেক রহমানের ৩১ দফা বাস্তবায়নের বিকল্প নেই। তারা বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রতীক ‘ধানের শীষ’ এবং সাবেক সংসদ সদস্য সাচিংপ্রু জেরীকে বিজয়ী করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আদ্রীয় ত্রিপুরা, সদর ইউনিয়নের সাবেক সভাপতি মো. আবু নোমান, কৃষক দলের আহ্বায়ক মংসাগ্য মারমা, জেলা যুবদলের সদস্য রেংচং ম্রো এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জওয়াইপ্রু মারমা প্রমুখ।
এ সময় বক্তারা সংগঠনের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শে অনুপ্রাণিত হয়ে যুব সমাজকে দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান জানান।
পথসভা শেষে নেতৃবৃন্দ থানচি উপজেলার বলিপাড়া বাজারে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ১৩টি দোকান পরিদর্শন করেন। পরে সাবেক এমপি সাচিংপ্রু জেরীর পক্ষে ক্ষতিগ্রস্ত দোকানদারদের মাঝে মোট ২৬ হাজার টাকা অনুদান প্রদান করা হয়।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ