সাভারে হানি ট্র্যাপে পরিবার পরিকল্পনা কর্মকর্তাকে অপহরণ

সাভারে হানি ট্র্যাপের মাধ্যমে পরিবার পরিকল্পনার পরিদর্শক মো. মেহেদী হাসানকে অপহরণের ঘটনায় নারী সদস্যসহ চারজন অপহরণকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় টানা ২০ ঘণ্টার অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেল ৪টা ৩০ মিনিটে সাভার মডেল থানাধীন ঢাকা-আরিচা মহাসড়কের মিনি চিড়িয়াখানার সামনে পাকা রাস্তা থেকে একটি সংঘবদ্ধ অপহরণকারী চক্র মেহেদী হাসানকে অপহরণ করে। অপহরণের পর তারা ভিকটিমকে আটক রেখে তার পরিবারের কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করে।
ভিকটিমের পরিবার বিষয়টি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ জানালে সাভার মডেল থানার একটি চৌকস টিম তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। শুক্রবার (৩ অক্টোবর) দুপুর ১টা ৩০ মিনিটে টানা প্রায় ২০ ঘণ্টার অভিযান চালিয়ে সাভারের জামশিং এলাকা থেকে মেহেদী হাসানকে উদ্ধার করা হয়। এ সময় অপহরণে জড়িত নারী সদস্যসহ মোট চারজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো— শরিফুল (২৫), মো. জয়নাল (২৫), সকাল আনমনা (১৯) এবং মো. কাওসার হোসেন কনক (২০)। তাদের সবার স্থায়ী ঠিকানা রংপুর, ময়মনসিংহ ও শেরপুর জেলার বিভিন্ন এলাকায় হলেও তারা দীর্ঘদিন ধরে সাভারের রেডিও কলোনী ও আশপাশে অবস্থান করছিল।
অভিযানে অপহরণের কাজে ব্যবহৃত একটি লেগুনা গাড়িও জব্দ করা হয়। এ ঘটনায় সাভার মডেল থানায় মামলা (নং-০৯, তারিখ: ০৩/১০/২০২৫, ধারা-৩৪২/৩৬৫/৩২৩/৩৮৫/৩৮৬ দণ্ডবিধি) দায়ের হয়েছে। পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?






