আশুলিয়ায় গ্যাসের কৃত্রিম সংকট: সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ

মোঃ শামীম আহমেদ, স্টাফ রিপোর্টার, ঢাকাঃ
Jan 5, 2026 - 15:39
 0  18
আশুলিয়ায় গ্যাসের কৃত্রিম সংকট: সরকার নির্ধারিত মূল্যের দ্বিগুণ দামে বিক্রির অভিযোগ

শিল্পাঞ্চল আশুলিয়ায় এলপিজি গ্যাস সিলিন্ডারের বাজারে চলছে অস্থিরতা। অভিযোগ উঠেছে, একটি সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সরকার নির্ধারিত ১,২৫৩-১,৩০৬ টাকার গ্যাস সিলিন্ডার বিক্রি করছে ২,০০০-২,২০০ টাকায়। এই অস্বাভাবিক মূল্যবৃদ্ধিতে নাভিশ্বাস উঠেছে স্থানীয় সাধারণ মানুষ ও পোশাক শ্রমিকদের।

আশুলিয়ার বেরন, নরসিংহপুর ও জিরানি এলাকা ঘুরে দেখা গেছে সিলিন্ডার নিয়ে নৈরাজ্যের চিত্র। বেরন এলাকার বাসিন্দা মামুন মিয়া ক্ষোভ প্রকাশ করে বলেন, “হঠাৎ করেই বাজার থেকে ন্যায্যমূল্যের গ্যাস উধাও। অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম প্রায় দ্বিগুণ বাড়িয়েছে।”

অন্যদিকে খুচরা বিক্রেতাদের দাবি, তারা জিম্মি হয়ে আছেন কোম্পানিগুলোর কাছে। নরসিংহপুরের আলমগীর এন্টারপ্রাইজ ও জিরানির জহির এন্টারপ্রাইজের স্বত্বাধিকারীরা জানান, কোম্পানিগুলো সরকারের বেঁধে দেওয়া দাম মানছে না। বেশি দামে কেনার কারণে তারাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।

তবে এই অভিযোগের বিষয়ে জানতে কাঠগড়া এলাকার ডিলার মোবারক হোসেন ও বাগবাড়ীর ডিলারের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের পাওয়া যায়নি। মোবারক হোসেনের ফোন বন্ধ ছিল এবং বাগবাড়ীর ডিলার ফোন রিসিভ করেননি।

ভোক্তাদের অভিযোগ, চড়া দামে গ্যাস কিনলেও কোনো রসিদ বা ক্যাশ মেমো দেওয়া হচ্ছে না। এতে প্রমাণ রাখার সুযোগ থাকছে না। স্থানীয়রা বলছেন, পেটের দায়ে বাধ্য হয়ে দ্বিগুণ দামে গ্যাস কিনতে হচ্ছে।

ভুক্তভোগীরা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও প্রশাসনের কঠোর নজরদারি দাবি করেছেন। তারা বলছেন, দ্রুত এই সিন্ডিকেট ভেঙে দিয়ে দোষীদের শাস্তির আওতায় না আনলে নিম্ন আয়ের মানুষদের টিকে থাকা কঠিন হয়ে পড়বে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow