আসন্ন জাতীয় নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত হতে দেওয়া হবে না
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কোনোভাবেই বিতর্কিত হতে দেওয়া হবে না। দেশবাসীকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে নির্বাচন কমিশন বদ্ধপরিকর।
সোমবার (৫ জানুয়ারি) সকালে বান্দরবান জেলা প্রশাসন ও পুলিশের সঙ্গে আয়োজিত এক বিশেষ মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচন কমিশনার বলেন, অতীতে অনুষ্ঠিত নির্বাচনগুলো নিয়ে জনমনে নানা প্রশ্ন ও বিতর্ক রয়েছে। সেই দায় কেবল নির্বাচন কমিশনের একার নয়, বরং সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানই এর সঙ্গে জড়িত ছিল। সেই বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নির্বাচন কমিশনসহ রাষ্ট্রীয় অনেক প্রতিষ্ঠানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। একমাত্র একটি অবাধ, সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের মাধ্যমেই হারানো সেই ভাবমূর্তি পুনরুদ্ধার করা সম্ভব। গণতন্ত্রের স্বার্থে একটি গ্রহণযোগ্য নির্বাচন অত্যন্ত জরুরি এবং ভবিষ্যতে যেন অতীতের মতো পরিস্থিতির সৃষ্টি না হয়, সে বিষয়ে সবাইকে সচেষ্ট থাকতে হবে।
মতবিনিময় সভায় বান্দরবানের জেলা প্রশাসক শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আবদুর রহমান এবং জেলা নির্বাচন কর্মকর্তা মো. কামরুল আলমসহ জেলা প্রশাসন, পুলিশ বিভাগ ও নির্বাচন কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এর আগে সকালে নির্বাচন কমিশনার বান্দরবান পুলিশ লাইন্সে পুলিশের নির্বাচন বিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন করেন এবং বিশেষ আইন-শৃঙ্খলা বিষয়ক সভায় অংশ নেন।
What's Your Reaction?
অনুপম মারমা, থানচি প্রতিনিধি, বান্দরবানঃ