মাগুরায় মুঘল ঐতিহ্যের রূপকার কবি কাজী কাদের নওয়াজের ৪৩তম মৃত্যুবার্ষিকী পালিত
মাগুরার শ্রীপুরে ভাবগাম্ভীর্য ও যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মুঘল ঐতিহ্যের অন্যতম রূপকার কবি কাজী কাদের নওয়াজের ৪৩তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) বিকেলে উপজেলার মুজদিয়া গ্রামে অবস্থিত ঐতিহাসিক ‘কবি ভবনে’ এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
কবি কাজী কাদের নওয়াজ স্মৃতি পাঠাগারের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মো. রেজাউল ইসলাম।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ড. মুসাফির নজরুল, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি সাংবাদিক মো. সাইফুল্লাহ এবং শ্রীপুর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুন্সি নাসিরুল ইসলাম।
এছাড়াও আলোচনা সভায় অংশ নেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ মো. আব্দুল্লাহ, সহ-সাধারণ সম্পাদক মিরান নাহার, কলেজ শিক্ষক আব্দুল আওয়াল ও প্রচার সম্পাদক মোছা. কুমকুম খাতুন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সদস্য মো. কামরুল ইসলাম, তিতাস কুমার রাহা, কাজী আশরাফুল ইসলাম, কাজী মনিরুল ইসলাম এবং শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী সংস্থার প্রচার সম্পাদক মো. রাজন বিশ্বাসসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আলোচনা সভায় বক্তারা প্রয়াত কবির বর্ণাঢ্য কর্মময় জীবন ও অনবদ্য সাহিত্যকীর্তি নিয়ে বিশদ আলোচনা করেন। বিশেষ করে বাংলা সাহিত্যে মুঘল ঐতিহ্য ও সংস্কৃতিকে তিনি যেভাবে লেখনীর মাধ্যমে তুলে ধরেছেন, তা শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়। বক্তারা বলেন, কবির সৃষ্টিশীল কর্ম ও আদর্শ নতুন প্রজন্মের লেখক এবং পাঠকদের জন্য সর্বদা অনুপ্রেরণার উৎস হয়ে থাকবে।
অনুষ্ঠানের শেষ পর্বে কবির বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
What's Your Reaction?
বিশ্বজিৎ সিংহ রায়, ভ্রাম্যমান প্রতিনিধি, মাগুরাঃ